কালিহাতীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত।
- প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১২৬ বার পড়া হয়েছে
কালিহাতীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত।
দেবাশীষ কর্মকার ,স্টাফ রিপোর্টার :
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজনে কালিহাতী উপজেলা সমবায় অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক মিজানুর রহমান এর সঞ্চালনায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুম মিলায়তনে ১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কমিশনার (ভূমি)সায়েদা খানম লিজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাইট বিজনেসম্যান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি ও তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট এর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, নব চেতনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, সমবায়ী আলমাস, আবু সাঈদ সহ বিভিন্ন সমিতির সদস্য,সমাজ কর্মী , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মূলত সমবায় বিভাগের মূল কার্যক্রম হচ্ছে পেশা ভিত্তিক সমবায় সমিতি গঠন এবং নিবন্ধন। নিবন্ধিত সমবায় সমিতিগুলির সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন সহ পেশা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা।
সমিতিগুলিকে নিয়মিত তদারকি, বার্ষিক অডিট, পরিদর্শন বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা করাই সমবায় বিভাগের মূল কার্যক্রম। পরে বিশেষ অতিথির বক্তব্যে কালিহাতী সহকারি কমিশনার ( ভূমি) সায়েদা খানম লিজা বলেন, ” সমবায় একটি শক্তি, সমবায় একটি মানবিক ও সামাজিক আন্দোলন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উজ্জীবিত করতে এবং একতা, ভ্রাতৃত্ববোধ জাগরন সেই সাথে সমাজের নারীরা অর্থনীতি সাবলম্বী হতে পারবেন। সমবায়ের কারণে দূর হতে পারে বৈষম্য।সমবায়ের মাধ্যমে শুধু অর্থনৈতিক মুক্তি নয় সামাজিক মুক্তিও সম্ভব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা আরো বলেন , “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই আগামী সুন্দর বাংলাদেশ উপহার দিতে সকল মানুষের জন্য বসবাসযোগ্য, শিশুদের জন্য আগামী সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে তরুণরাই পারে, তরুণরাই পারবে।”















