ব্রাহ্মণবাড়িয়া,বিরামপুর ৩য় দিনে সংঘর্ষ ও ঘর-বাড়ি ভাংচুর সহ আগুন :
- প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৯৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া,বিরামপুর ৩য় দিনে সংঘর্ষ ও ঘর-বাড়ি ভাংচুর সহ আগুন :
প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি।
বিরাম পুর আবারও ৩য় দিনের মতো সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে হতাহত ও ঘর বাড়ি ভাংচুর, মালামাল লুটপাট সহ ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
২৪ অক্টবর ২৫ ইং (শক্রুবার) ব্রাহ্মণবাড়িয়া সদর সাদেক পুর ইউনিয়ন বিরামপুর গ্রামে ২০০ টাকার লুডু বাজি খেলা নিয়ে চেয়ারম্যান পক্ষ ও খাল পাড় ঝগড়া শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য কে কেন্দ্র করে ঝগড়ার সূএপাত চলছে।
তার মধ্যে মা এ-র লাশ কে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে দু পক্ষ অবস্থান নিলে ঘর বাড়িতে আগুন দেওয়া হয়।
গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের বিরোধ আগে থেকে চলে আসছিল। এরই জের ধরে আজ ৩ দিন টানা দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে নাসিরউদ্দিন (৬৫) গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তারি ধারাবাহিক ভাবে আজও দুর্বৃত্তরা গ্রামের চেয়ারম্যান পক্ষের বাড়িতে বাড়িতে লুটপাট সহ ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
আজও দু পক্ষের কয়েক জন আহত হয়েছে বলে জানা যায়।
এতে বহু রোগী ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে ভর্তি হয়।
এ নিয়ে সদর থানায় বাদীপক্ষ সাবেক চেয়ারম্যান সহ ৫০ জনের অধিক আসামি করে মামলা করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।















