টাংগাইল ৪ (কালিহাতী) প্রতিদিনের মত আজ সকালে ৩১ দফার লিফলেট বিতরন একে এম আব্দুল আউয়াল।
- প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ১২৮ বার পড়া হয়েছে
টাংগাইল ৪ (কালিহাতী)
প্রতিদিনের মত আজ সকালে ৩১ দফার লিফলেট বিতরন একে এম আব্দুল আউয়াল।
বিএনপির পক্ষে জনমত তৈরি ও ৩১ দফায় কৃষক, শিক্ষা ও দুর্নীতি মুক্ত প্রশাসন তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা উপস্থাপন এ আজ বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর ও ভাংড়া ইউনিয়নে পাথালিয়া বাজারে ও হাটে জনসংযোগ করেন মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ২ নং প্রেসিডিয়াম সদস্য, অন্যতম পেশাজীবি সংগঠক ও টাংগাইল জেলা জিয়া পরিষদ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি, কারা নির্যাতিত নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল।
উক্ত লিফলেট বিতরনে বীরবাসিন্দা ইউনিয়নে অংশ গ্রহন করেন বিএনপি নেতা কারা নির্যাতিত হোসেন আলী সিকদার,আনোয়ার হোসেন,গফুর আলী, মালেক, লুৎফর, যুবদল নেতা ফজল সিকদার , আলামিন, মজনু
ভাংড়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক হায়দর আলী মেম্বার, কারা নির্যাতিত আউয়াল হোসেন, আনোয়ার, সিদ্দিক হোসেন,জহুরুল ইসলাম, ফখরুল আলী মেম্বার,
সফর সংগী হিসাবে বিএনপি নেতা আবু বিষা, হায়দর আলী, সোহেল হারুন সহ যুবদল নেতা সুমন,দেলোয়ার, ফারুক সহ অনেকে।















