কালিহাতীতে পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত।
- প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৮৫ বার পড়া হয়েছে
কালিহাতীতে পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী পৌর মহিলা দলের উদ্যোগে ৪ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে ২১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩ টায় দক্ষিণ বেতডোবা( পশ্চিম পালপাড়া নাঠ মন্দির) প্রাঙ্গনে আরিফা আক্তার এর সভাপতিত্বে ও মর্জিনা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিহাতী উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা, কালিহাতী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা পপি আক্তার, উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন কালিহাতী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কালিহাতী উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ হারু, কালিহাতী পৌর বিএনপি নেতা মোঃ হাজী আব্দুল সাত্তার, পৌর বিএনপি’র সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা বিএনপি ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আনিসুর রহমান, বিএনপি নেতা মোঃ শাহজাহান মিয়া, বিএনপি নেতা আজিজ উদ্দিন, সুভাষ চন্দ্র সাহা, যুব নেতা জনি রহমান, ৪ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি আব্দুল কাদের সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কালিহাতী পৌর বিএনপি’ মহিলা দলের সভাপতি সালমা আক্তার বলেন গত ১৭ বছর আমরা অত্যাচারিত হয়েছি গায়েবী মামলা খেয়েছি গায়েবি জানাজা হয় জানতাম কিন্তু গায়েবী মামলা হয় এইটা জানতাম না আমরাই তার প্রমাণ, তারপরেও সকল কিছু ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ভাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে এমপি বানিয়ে পার্লামেন্টে পাঠাবো এটাই হোক আমাদের শপথ। পরে অনুষ্ঠানের সভাপতি আরিফা আক্তার এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।















