সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের পক্ষ হতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ গ্রহণ :
- প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ২৪৪ বার পড়া হয়েছে
সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের পক্ষ হতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ গ্রহণ :
প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি।
ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে অংশ নিতে সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ এর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থিত হয়েছে সাদেকপুর ইউনিয়নের স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী। এতে নেতৃত্ব দেন প্রধান শিক্ষক।
২০% বাড়িভাড়া,১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি আদায়ের লক্ষে আন্দোলনে অংশ নেন।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে।
সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিক ভাবে বিভিন্ন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তাঁদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সকলকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন।















