তরুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের — আহমেদ আযম খানের ঘোষণা বাসাইলে
- প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ২৪৯ বার পড়া হয়েছে
তরুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের — আহমেদ আযম খানের ঘোষণা বাসাইলে
রাজকুমার ঘোষ, টাংগাইল প্রতিনিধি
তরুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের — আহমেদ আযম খানের ঘোষণা
বাসাইলের নলগাইরা বাজারে বিকেলে অনুষ্ঠিত হয় এক বিশাল নাগরিক সমাবেশ। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে এলাকাব্যাপী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ব্যানার, পোস্টার ও ধানের শীষের প্রতীকে সাজানো পুরো মাঠে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে নেতাদের বক্তব্যে সাড়া দেন। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. আহমেদ আযম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি জনাব মামুন আল জাহাঙ্গীর, সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সোহরাব হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এড. নুরনবী আবু হায়াত খান নবু, ৬নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শামীম আল মামুন, এবং সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মামুন অর রশীদ খান মামুন।
সভাপতিত্ব করেন ৬নং কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মাসুদুল আলম বিপ্লব, আর সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম।
প্রধান অতিথি আহমেদ আযম খান তাঁর প্রাঞ্জল ও জোরালো বক্তব্যে বলেন —বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্র ফিরে পেতে চায়, চায় ভোটের অধিকার ফিরুক, চায় বাকস্বাধীনতা। বিএনপি সব সময় জনগণের দল হিসেবে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে স্বাধীনতার চেতনায় গড়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস সংগ্রাম করেছেন, আর আজ জননেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে মাঠে নেমেছে।
তিনি আরও বলেন, এই দেশের তরুণরাই পরিবর্তনের শক্তি। আসন্ন নির্বাচনে আমি আহ্বান জানাই —
‘তরুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের।
কারণ ধানের শীষ মানে স্বাধীনতা, গণতন্ত্র আর মানুষের অধিকার। আহমেদ আযম খান তাঁর বক্তৃতায় বর্তমান সরকারের নানা দুর্নীতি, দমননীতি, এবং ভোটাধিকার হরণের সমালোচনা করে বলেন —
আজ দেশে ভোট হয় রাতের আঁধারে, মানুষ ভয় পায় কথা বলতে, সাংবাদিকরা লিখতে ভয় পায়, বিরোধীদলীয় নেতাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে পারে না। সময় এসেছে, জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই অবিচারের জবাব ব্যালটে দেবে। তিনি বলেন,“তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমরা জনগণের পাশে আছি, এবং জনগণের সরকার গঠনই আমাদের লক্ষ্য। জনগণ যখন চায়, তখন কোনো শক্তিই তাদের বাধা দিতে পারে না।” সমাবেশে বিশেষ অতিথিরা বলেন, বাসাইলের উন্নয়ন আজ স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য — সব খাতেই অব্যবস্থাপনা। বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করা হবে। উপজেলা বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর বলেন,আমরা চাই মানুষ আবার তার নিজের ভোট দিতে পারে। আজ যারা অবহেলিত, যারা অন্যায়ের শিকার, তাদের পাশে দাঁড়ানোই বিএনপির দায়িত্ব।”
সাধারণ সম্পাদক এড. নুরনবী আবু হায়াত খান নবু বলেন, বাসাইল ও টাঙ্গাইলের মানুষ বিএনপির সোনালী দিন দেখেছে। আজকের এই সমাবেশ প্রমাণ করেছে— মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।
চেয়ারম্যান শামীম আল মামুন বলেন,ধানের শীষ মানে মানুষে মানুষে সমতা। বিএনপি সব সময় গরিব, কৃষক, মেহনতি মানুষের দল। আজ মাঠে মানুষের ঢল প্রমাণ করেছে, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নলগাইরা বাজারের তরুণ ভোটাররা সমাবেশে অংশ নিয়ে জানান, তারা প্রথমবারের মতো ভোট দেবেন এবং সেটি ধানের শীষে।
একজন তরুণ ভোটার বলেন,আমরা চাকরি চাই, নিরাপত্তা চাই, স্বাধীনভাবে কথা বলার অধিকার চাই। বিএনপির নীতি আমাদের আশা জাগায়। আরেকজন ছাত্রী বলেন,
তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। তরুণদের স্বপ্ন পূরণ হবে তখনই, যখন ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে।
সমাবেশস্থল নলগাইরা বাজার বিকেল থেকেই জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ব্যানার ও শ্লোগানে মুখরিত করেন এলাকা।
‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘তরুণ্যের প্রথম ভোট ধানের শীষে’, ‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি’ — এমন নানা স্লোগানে কাঁপতে থাকে পুরো মাঠ।
নারী-পুরুষ, যুবক, প্রবীণ, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ হয়ে ওঠে উৎসবমুখর। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে জনগণের প্রত্যাশা— ‘বদলে যাক বাংলাদেশ, ফিরুক ভোটাধিকার।
সমাবেশের শেষে প্রধান অতিথি আহমেদ আযম খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থামবে না। আমরা গণমানুষের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে এর জবাব দেবে।
সভাপতি এবিএম মাসুদুল আলম বিপ্লব বলেন,
আমরা ঐক্যবদ্ধ থাকলে জয় আমাদের নিশ্চিত। গণতন্ত্রের প্রতীক ধানের শীষই জনগণের আশা ও ভরসা।
সঞ্চালক কামরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,এই উপস্থিতিই প্রমাণ করে, বাসাইলের মানুষ পরিবর্তনের পক্ষে। জনগণ ধানের শীষের পাশে আছে।”
নলগাইরা বাজারের এই নাগরিক সমাবেশ তাই শুধু একটি রাজনৈতিক সভা নয়, বরং এক নতুন আশার ঘোষণা —
‘তরুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের।’















