ব্রাক্ষণবাড়িয়া, সরাইল থানার টিঘর গ্রামে দূর্দান্ত ডাকাতি:
- প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ৪১৭ বার পড়া হয়েছে
ব্রাক্ষণবাড়িয়া, সরাইল থানার টিঘর গ্রামে দূর্দান্ত ডাকাতি:
প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি….
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার প্রত্যন্ত অঞ্চল টিঘর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মৃত হুমায়ুন কবির,উনার বসত বাড়িতে দূর্দান্ত ডাকাতি ঘটনা ঘটে।
স্থানীয় সূএে জানা যায়, পরিবারে ৩ ভাইয়ের মধ্যে মৃত হুমায়ুন কবির এ-র পরিবার বসবাস করছে ব্রাহ্মণবাড়িয়া , মোহাম্মদ মিজানুর রহমান এ-র পরিবার ঢাকা শহরে ও ওবায়দুর রহমান মানিক ব্যবসা বানিজ্যের জন্য ঢাকা ও ইউরোপে বসবাস করছে ।
কয়েক বছর যাবত পরিবারের সকলে গ্রামের বাড়ি ছেড়ে এভাবেই বসবাস করে আসছে । ঈদ ও অন্যান্য অনুষ্ঠানের সময় সবাইকে নিয়ে টিঘর গ্রামে বেড়াতে আসে।
হঠাৎ গত ১৩ অক্টোবর ২৫ ইং পাশের বাড়ির লোকজন মোবাইলে কল দিয়ে জানায়,ঘরের তালা ভেঙে ডাকাতি হয়েছে।
খবর শুনে সাথে সাথে ব্রাক্ষণবাড়িয়া থেকে টিঘর নিজ বাড়িতে এসে দেখতে পাই,
ঘরে থাকা সাজানো গুছানো সব কিছু ভেঙে তছনছ করে রেখেছে। ঘরে থাকা ছোট হাঁটো জিনিস থেকে শুরু করে সব কিছু নিয়ে গেছে।
ঘরের আলমারি, সুকেশ এ-র লক ভেঙে ভিতরে থাকা সব কিছু নিয়েছে। এমনকি থালা বাসন, কাপড় থেকে শুরু করে ওয়াস রোমের পানির টেপ,ফ্রিজ এর কম্পেসার গ্যাসের চোলা,গ্যাস সেলেন্ডার পর্যন্ত খোলে নিয়ে গেছে।ধারণা করা হয় দীর্ঘ সময় ধরে ডাকাতি করেছে।
পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়, এ-ই ডাকাতি কোনো
স্বাভাবিক চোরি বা ডাকাতি নই।
সম্পূর্ণ পরিকল্পিত ভাবে ডাকাতি করেছে।
বাড়িতে মানুষ না থাকাতে কোনো মানুষের ক্ষতি হয়নি।
নাম গোপন রেখে গ্রামের অনেকে বলছে, টিঘর গ্রামের চোর দের সাথে যোগসূত্র রেখে এ-ই ডাকাতি করছে। কারন- কয়েক মাস ধরে প্রায়ই গ্রামে চোরি হচ্ছে। চোর ধরা পরলে গ্রামের সরদারদের মাধ্যমে নামে মাএ সালিসি করে ছেড়ে দিচ্ছে।
শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না।
টিঘর গ্রামটি সরাইল থানার পাশের গ্রাম হয়েও আইন শৃঙ্খলা বাহিনী এখনো কোনো পদক্ষেপ নেই নাই।
গ্রামের জনগণের দাবি, এ-ই সকল চোর ও ডাকাত দলের সকল সদস্যদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে সরাইল থানায় সাধারণ ডায়েরি হয়েছে কি না জানা যায় নাই।
আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিলে গ্রামের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।















