জামায়াতের নেতৃত্বে কোন জোট হচ্ছে না:চরমোনাই পীর
- প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ২১২ বার পড়া হয়েছে
জামায়াতের নেতৃত্বে কোন জোট হচ্ছে না:চরমোনাই পীর
জামাতের নেতৃত্বে কোন জোট হচ্ছে না। এখন সবাই তো দাবিটা একটা বাক্সের ব্যাপারে আমরা এক জায়গায় এসেছি। এই কথাটা সে ঠিক বলে নাই। তারা কি বলছে যে আমাদের সাথে অমুক অমুক দল শরিক এখানে পরিষ্কার আপনারা ব্যাপারটা বুঝতে হবে মেসেজটা। এখানে কিন্তু জামাতের নেতৃত্বে কোন জোট ইসলামী দলে এটা কিন্তু আসলে বাস্তবতা না। এরা জামাতের নেতৃত্বে কোন জোট হচ্ছে না। এখানে আমরা আসলে ঘোষণা করেছি।
যেহেতু 5ই আগস্টের পর একটা পরিবেশ তৈরি হয়েছে মানুষ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি শাসন দেখেছে বাংলাদেশে ৯২ জন মুসলমান ৯৩ জন মুসলমান বসবাস করে সবার এখন দাবি হলো ইসলামী নীতি আদর্শটা বাস্তবায়ন হোক সেই লক্ষ্যে আমরা ঘোষণা করেছি ইসলামের ব্যাপারে একটা বাক্স হোক একটা বাক্সের ব্যাপারে নির্বাচনী সমযোতা যেটাকে বলা হয় এই পথেই কিন্তু আমরা আগাচ্ছি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলছি একটা বাক্স এবার বাংলাদেশ খেলাফত মজলিস মামুল হক সাহেব তার বক্তব্য এবং তাদের সিদ্ধান্ত হল একটা বাক্স বাংলাদেশ খেলাফত আহমদ আব্দুল কাদের বাদ ভাই সহ এদেরও সিদ্ধান্ত একটা বাক্স হবে নিজাম ইসলাম তারাও ঘোষণা করেছে একটা বাক্স ঐক্য ঘোষণা করছে একটা বাক্স খেলাফত আন্দোলন মনে হয় এর ভিতরে ঘোষণা করেছে একটা বাক্স এর ভিতরে জামাত ইসলাম ঘোষণা করছে একটা বাক্স ।
এখন সবাই তো দাবিটা একটা বাক্সের ব্যাপারে আমরা এক জায়গায় এসেছি। এখানে কিন্তু কারো নেতৃত্বে জোট। এটা কিন্তু আসলে বাস্তবতা না। এখানে ইসলামী আন্দোলনের নেতৃত্বে জোট হবে বা জামাতের নেতৃত্বে জোট হবে। এটা জোট না। এটা নির্বাচনী একটা সমজতা। এটা নির্বাচনী অলায়েন্স। এটা নির্বাচনের মানে আসন ভিত্তিক একটা সমযতা আমাদের হওয়া প্রক্রিয়া চলছে। এখন তারা কোথায় শরিক পেল এটা তো আমরা এখনো দেখি নাই। তারা কি বলছে যে আমাদের সাথে অমুক অমুক দল শরিক। আসলে বাস্তবতা হলো এইটা সেক্রেটারি জেনারেল জামাতের সে মনে হয় এক জায়গায় একটা বক্তব্য রেখেছে। তা আমরা আসলে এখন পর্যন্ত সিট সমযতা আসল সমযতার আলোচনা এখন পর্যন্ত আসলে হয় নাই। এখন সে কোন লক্ষ্যে কিভাবে কেন বলছে এই প্রশ্নের উত্তর এখন তার সাথে আমার আলোচনা হয় নাই। এটা এখন পরিষ্কার আমি আসলে এভাবে বলতে পারবো না। এটা যদি সে বলে থাকে এই কথাটা সে ঠিক বলে নাই। এটা যদি সে বলে থাকে এই মেসেজটা আমি বলব যে নির্বাচনী আসনের ব্যাপারে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এটা তার বলা ঠিক না। সমচতার ব্যাপারে এটা কিন্তু আসলে বিঘ্নুত ঘটবে। এটা ভালো একটা লক্ষণ কিন্তু বয় আসবে না।















