কালিহাতীতে বিজয়ার সুর: বিদায়ের বেদনায়ও উৎসবের উচ্ছ্বাস
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৮৫ বার পড়া হয়েছে
কালিহাতীতে বিজয়ার সুর: বিদায়ের বেদনায়ও উৎসবের উচ্ছ্বাস |
টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী সম্পন্ন হলো বর্ণিল আয়োজনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মণ্ডপ প্রাঙ্গণ। ঢাক-ঢোলের তালে, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে ভক্তরা আবেগঘন পরিবেশে মা দুর্গাকে বিদায় জানান নৌকায় তুলে।
বিদায়ের বেদনাময় মুহূর্তেও উৎসবমুখর পরিবেশে ভেসে ওঠে আনন্দের ঢেউ। বিজয়াকে ঘিরে বসেছিল ঐতিহ্যবাহী মেলা। শিশু-কিশোরদের জন্য ছিল নানান রকমের বিনোদন, খেলনা, মিষ্টি আর দেশীয় খাবারের দোকান, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, বলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন ,| কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুরো এলাকায় প্রশাসনের কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।
সবার অংশগ্রহণে বিজয়া উৎসব ও মেলা হয়ে ওঠে রঙিন ও প্রাণময়। বিদায়ের ক্ষণে ভক্তদের কণ্ঠে উচ্চারিত হয় একই প্রত্যাশা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আগামী বছর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আবারও মা দুর্গা ফিরে আসবেন।















