ছয় মাসের বাচ্চা রেখে গৃহবধূর রহস্যময় মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ২৮৭ বার পড়া হয়েছে
ছয় মাসের বাচ্চা রেখে গৃহবধূর রহস্যময় মৃত্যু, পরিবারের দাবি হত্যা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। নিহত গৃহবধূর উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নওয়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী শাবানা (২৮)। নিহত শাবানা দুই সন্তানের জননী।
পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। নিহতের পিতা অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল গত কয়েকদিন যাবত শুশুর আবুল হোসেন ঝগড়া করেছিলো এলাকার মানুষ মিমাংসা করে দেয়। ঘটনার রাত ৩ টার দিকে হঠাৎ ফোন পেয়ে তারা মেয়ের মৃত্যুর খবর পান।
অন্যদিকে, স্বামী জাহিদুল দাবি করছে, আমার মাথায় একটি আঘাত আছে,আমি রাত ১২ টার দিকে দোকান থেকে আসলে আমার স্ত্রী আমাকে ওষুধ খাওয়ান। আর আমাকে বলে তুমি না বাঁচলে আমিও বাঁচবোনা, কিছুক্ষণ পরে ঘুম ভাঙ্গলে দেখি ফাঁস নিছে।
ঘটনার পর পরই কালিহাতী থানা এসআই সুকান্ত রায় জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখি। স্বামী ও নয় বছরের ছেলে ঘরের বাঁশের ধন্না থেকে কাচি দিয়ে কেটে লাশ নামিয়েছে বলে শুনেছি। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
মো.নাহিদ খান
০১৭১৪৯১৮২৫৫
১৪.০৭.২০২৫















