উল্টো রথ টানের মধ্য দিয়ে কালিহাতীতে রথযাত্রা উৎসবের সমাপ্ত।
- প্রকাশিত : শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ৫২১ বার পড়া হয়েছে
উল্টো রথ টানের মধ্য দিয়ে কালিহাতীতে রথযাত্রা উৎসবের সমাপ্ত।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরে উল্টো রথযাত্রায় রথ টানের মধ্য দিয়ে ৫ জুলাই শনিবার সপ্তাহ ব্যাপী রথযাত্রা উৎসবের সমাপ্ত ঘটে। উল্লেখ্য গত ২৭ জুন শুক্রবার সকাল থেকেই রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরে। বিকাল ৫ ঘটিকায় জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সহ সকল ভক্ত বৃন্দদের সঙ্গে নিয়ে রওনা হয়ে যায় মাসির বাড়ির উদ্দেশ্যে কালিহাতী বেতডোবা শ্রী শ্রী জয় বাবা হেরা ব্রহ্মচারী আশ্রমে ওখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা ও সকল ভক্তবৃন্দ সহ অবস্থান করেন সপ্তাহ ব্যাপী। সপ্তাহব্যাপী চলে কীর্তন অনুষ্ঠান সহ পূজা অর্চনা প্রসাদ বিতরণ। ৫ জুলাই বিকেল ৪ ঘটিকায় আবার জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে পুনরায় ভক্ত বৃন্দদের সঙ্গে করে ফিরে আসেন তার নিজ ধাম কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরে। কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দিরে সকাল থেকেই সারাদিনব্যাপী দোকানিরা নানান রকম পসরা সাজিয়ে বসিয়েছে মেলাও। মেলাতে ক্রেতাদের পর্যাপ্ত পরিমান ভিড় লক্ষ্য করা গিয়েছে। সেখানে ভক্তবৃন্দ দের সমাগম ঘটে বিপুল সংখ্যক সে সময় উপস্থিত ছিলেন কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির এর সভাপতি সুদীপ কুমার দত্ত (মানু), সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী (মানিক), সদস্য প্রদীপ রাজবংশী সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় কীর্তন অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ এর মধ্য দিয়ে সমাপ্ত হয় উল্টো রথ যাত্রার সকল আনুষ্ঠানিকতা।















