অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন অধ্যাপক একেএম আব্দুল আউলায়
- প্রকাশিত : রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৮২৫ বার পড়া হয়েছে
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন অধ্যাপক একেএম আব্দুল আওয়াল
কালিহাতীর আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন টাংগাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়াল।
রবিবার (১৫ জুন ) দুপুরে ওয়ার্ড বিএনপি ও আউলিয়াবাদ বাজার ব্যবসায়ী নেতাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫টি দোকান তিনি পরিদর্শন করেন।
এ সময় অধ্যাপক একেএম আব্দুল আউয়াল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দুর্ঘটনার ব্যাপারে আলোচনা করেন এবং সহমর্মিতা প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনে আরোও উপস্থিত ছিলেন টাংগাইল জেলা জিয়া পরিষদের নেতা আইয়ূব আলী, পারখী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাব্বির আহম্মেদ আব্বাসী, বণিক সমিতির সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক শেখ শাজাহান আউলিয়াবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দিন, নাসির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে রাতে আউলিবাদ বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৫ টি দোকান পুড়ে যায়।















