ঈদ উপলক্ষে হাইওয়েতে সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন
- প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ১৯০ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে হাইওয়েতে সেনাবাহিনীর স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কালিহাতি আর্মি ক্যাম্পের ৫০ এর অধিক সেনা সদস্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন। তারা এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর পর্যন্ত এলাকায় টহল ও নজরদারি চালাচ্ছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, সেনাবাহিনীর সদস্যরা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছেন—তারা ড্রোন ক্যামেরার মাধ্যমে যান চলাচল ও জনস্রোত পর্যবেক্ষণ করছেন, যার ফলে যাত্রীরা দ্রুত ও সঠিক সহায়তা পাচ্ছেন। সেনাবাহিনীর এমন নিরলস প্রচেষ্টা ঈদে ঘরমুখো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।
এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা দেশের সড়ক ব্যবস্থাপনায় এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
















