চেয়ারম্যানের নির্ম ম অত্যাচারে , দ্বিতীয় স্ত্রী রতনার রহ’স্যজনক মৃ’ত্যু ।
- প্রকাশিত : শনিবার, ৩১ মে ২০২৫
- / ২৯২ বার পড়া হয়েছে
চেয়ারম্যানের নির্ম ম অত্যাচারে , দ্বিতীয় স্ত্রী রতনার রহস্যজনক মৃ’ত্যু ।
মো: সুমন খান টাংগাইল প্রতিনিধি
চেয়ারম্যানের নির্মম অত্যাতারে দ্বিতীয় স্ত্রী রতনার রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা দিন, বানাইল ইউনিয়নের, চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উপর, এমন অভিযোগ।
একই গ্রামের নুরুল ইসলামের মেয়ে, বিধবা দুই সন্তানের মা রতনা আক্তারকে (৪৫), কে বানাইলো ইউনিয়নের চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন পরকিয়ার জেরে দ্বিতীয় বিয়ে করে, তার কিছুদিন পর থেকেই বিভিন্নভাবে নির্যাতন ও অত্যাচার করে আসছে বলে জানা যায় ।
গতকাল ৩০/০৫/২৫ তাকে অত্যাচার করলে তিনি গুরতর অসুস্থ হন, সেখান থেকে রতনার চাচাতো বোন পলির বাসায় নিয়ে আসেন,সেখানে থেকে মুমূর্ষ অবস্থায় রাত আনুঃ ১০:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন,
আজ ৩১/৫/২৫ সকালে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।















