টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ঝরে গেল দুই প্রাণ।
- প্রকাশিত : শনিবার, ২৪ মে ২০২৫
- / ২৮৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ঝরে গেল দুই প্রাণ।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল সালাম (৪৫) নামের ঘাটাইল উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন নিহত সহ অন্তত ১০/১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩) মে বিকাল সাড়ে তিনটার দিকে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় টাংগাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন নিহত আব্দুল সালাম ঘাটাইল উপজেলার গোসাইবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে জানা যায় অপর নিহত জন হলেন মির্জাপুর উপজেলার ছাতিয়াচুরা এলাকার এস এম আলম। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরা দেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানা গিয়েছে।
















