বিষয়ঃ বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সর্বোস্তরের তৌহিদ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে
- প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২৫৪ বার পড়া হয়েছে
তারিখঃ ০৭ এপ্রিল ২০২৫
বিষয়ঃ বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সর্বোস্তরের তৌহিদ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে।*
১। ঘটনাঃ
ক। আজ ১১০০-১১৩০ ঘটিকা পর্যন্ত কালিহাতী উপজেলা মুক্তমঞ্চ হতে বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে উপজেলা সর্বোস্তরের তৌহিদ জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মুক্ত মঞ্চ থেকে বাসস্ট্যান্ড,উপজেলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাসস্যান্ডে এসে ১১.৩০ টার সময় ২০০-২৫০ জন শেষ হয়।
খ। উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, সাধারণ ছাত্র জনতার ব্যানারে উপজেলা সাবেক সমন্বয়ক মোঃ রাসেল মিয়া,কালিহাতী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম, উপজেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি মোহাম্মদ জুবায়ের হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মোঃ জামিল মিয়া সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আলেম-ওলামা সাধারণ মুসল্লি ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
২। পর্যালোচনাঃ
ক। বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে উপজেলা তৌহিদী জনতার উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৪। মন্তব্য/সুপারিশঃ বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। কোথাও অপ্রীতিকর পরিস্থিতি পরিলক্ষিত হয়নি।















