প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সুমন খান
- প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ২০৬৬ বার পড়া হয়েছে
প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সুমন খান
সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার
টাংগাইলে বাসাইল উপজেলার হাবলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুমন খান ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রতিটি ওয়ার্ডে ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। সুমন খান জানান, জনসেবা করতে হলে পদ-পদবি থাকতে হয়। তাহলে সেবা করার দুয়ার উন্মোচিত হয়। তাই চেয়ারম্যান হয়ে মনের মতো করে কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি হাবলা ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, গণঘাটলা করে দেওয়াসহ গরিব দুঃখী মানুষকে নানাভাবে সহযোগিতা করছি। শীতবস্ত্র বিতরণ করেছি। করোনাকালে দরিদ্রদের নিয়মিত সেবা করেছি, এতিমখানার ছাত্রদের পাঞ্জাবি-পায়জামা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে আজীবন সেবা করে যাব। এলাকার সবাই আমাকে অনেক ভালোবাসেন। সবার সমর্থন ও সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি।’ সুমন খান যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
টাঙ্গাইল জেলা । সাবেক সিনিয়র সহ-সভাপতি সা’দত কলেজ করটিয়া টাঙ্গাইল । সাবেক সহ-সভাপতি সা’দত কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক সাদত কলেজ শাখা ছাত্রদল টাঙ্গাইল। সিনিয়র সহ-সভাপতি জিয়া মঞ্চ টাঙ্গাইল জেলা।সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। এ বিষয়ে সুমর খান বলেন, ‘দলের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। দল করতে গিয়ে মামলা-হামলার শিকার হয়েছি। একসময় হাবলা ইউনিয়নে হাতেগোনা আমরা কয়েকজন ছিলাম বিএনপি দুঃসময়ের কান্ডারি। আশা করি আমার রাজনৈতিক অবদানের কথা বিবেচনা করে দল আমাকে ধানের র্শীষ প্রতীকে মনোনয়ন দেবে।’















