কালিহাতীতে শিক্ষক-সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল
- প্রকাশিত : শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ১৬৪ বার পড়া হয়েছে
কালিহাতীতে শিক্ষক-সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া ও যুগ্ম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি এশিয়া প্যাসিফিক অঞ্চল ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদলের আয়োজনে সাতুটিয়া নিজ বাড়িতে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা মানুষের মাঝে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন দেশের জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার চলমান থাকে। সবাইকে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখতে হবে। যাতে করে আবারও কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।
আলোচনা শেষে ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন সাতুটিয়া জামে মসজিদের ইমাম নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহমেদ আব্বাসী,প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, আনিসুর রহমান শেলী,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মাহফুজ প্রমুখ।















