সখিপুরে লাল মাটি কাটার মহা উৎসব চলছে
- প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৪২ বার পড়া হয়েছে
সখিপুরে লাল মাটি কাটার মহা উৎসব চলছে
সাইদুর রহমান সমীর, সখিপুর উপজেলা কালিয়ান গ্রামে কিছু অসাধু ব্যক্তি রাতে আধারে ভেকু দিয়ে লাল মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে জানা য়ায় গান্দিনা গ্রামের রাশেল,শহিদ, আলম এই পাহাড়ি লাল মাটি এবং সরকারী খাস জায়গা হতে প্রতিরারে গান্দিনা ও কালিয়ান গ্রামে মাটি মাটি বিক্রি করে চলছে দিনো রাতে যার ফলে এলাকার গ্রামীণ অবকাঠামো রাস্তা গুলো শোচনীয় অবস্থা হয়ে পড়েছে তাদের ভয়ে এলাকার সাধারন জনগন ভয়ে মুখ খালতে পারছে না,আর দু একজন মুখ খুলোও তাদের ভয় ভীতি এবং গুম করে ফেলের হুমকু দিচ্ছে, সরকারী আইন অমান্য করে রাতের আধারে রাশেল,শহিদ,আলম দেদারছে লাল মাটি কেটে বিক্রি করে রাতারাতি অনেক টাকার মালিক বনে গেছে তাই ভুক্তভোগী জনগন সখিপুর প্রশাসনের এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছেন তাদের ভেকু মেশিনও ও মাটির কাটা ব্যবস্হা বন্ধ না করা গেলে তারা আরো বেপরোয়া হয়ে লাল মাটি ও বন বিভাগের বিভিন্ন খাস জায়গা কেটে বিরাম ভুমিতে পরিনত করবে তাই এদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া দরকার এ ব্যাপার কালিহাতি এসিল্যান্ড এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ছুটিতে আছি আপনি সখিপুর অফিসার ইনচার্জকে জানতে পারেন তিনি বিশেষ ব্যবস্থা নেবেন আমি বলে দিব















