টাঙ্গাইলের ভূঞাপুরে উরশ ও বাউল গান অনুষ্ঠিত
- প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩১০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ভূঞাপুরে উরশ ও বাউল গান অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুরে উরশ ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাগমারী পাড়া বাজারে স্থানীয় ইউপির সাবেক সদস্য আব্দুল আলীমের সভাপতিত্বে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত উরশ ও বাউল গানের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেমিলি বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সটনিউজ এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি খন্দকার জুলহাস আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল,অলোয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমদ আব্বাসী,ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল,অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ সরকার,অলোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, শাহ সুফি সাইফুল ইসলাম পীর সাহেবের উদ্যোগে প্রতিবছর এই দিনে উরশ শরিফ ও মনোজ্ঞ বাউল গানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে পালা গান পরিবেশন করেন মুক্তা সরকার ও সাথী সরকার।















