মিলে মিশে শীত মোকাবিলা -নারীদের সংগঠন ”সাম্যের পথে”-এসো পুরুষ এসো নারী সবাই মিলে মিশে দেশ গড়ি এই শ্লোগানে শীতবস্ত্র বিতরণ করেন।
- প্রকাশিত : শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ৫৬৭ বার পড়া হয়েছে
মিলে মিশে শীত মোকাবিলা -নারীদের সংগঠন ”সাম্যের পথে”-এসো পুরুষ এসো নারী সবাই মিলে মিশে দেশ গড়ি এই শ্লোগানে শীতবস্ত্র বিতরণ করেন।
৩১ জানুয়ারী (শুক্রবার) টাঙ্গাইলের কালিহাতীর বল্লা বাজার পোস্ট অফিস সংলগ্ন স্থানে প্রায় ২শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী ও দুস্থ নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো।
এসময় তিনি বক্তব্য রাখেন, একটা জাতীর সার্বিক উন্নয়নের জন্য নারীর উন্নয়ন ঘটাতে হবে। টেকসই উন্নয়নের জন্য নারী পুরুষের সমান ভাবে উন্নয়ন ঘটাতে হবে। নারীর উন্নয়নে দুটি বিষয় গুরুত্বপূর্ণ নারী স্বাস্থ্য ও নারী শিক্ষা। ফেসবুকের খারাপ দিক, বাল্যবিবাহ ও ইপটিজিং সম্পকে সামাজিক সচেতনতামূলক গুরুপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় আরও বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন,
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া,
উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,
নারীদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চিত্র শিল্পী ও সাংবাদিক এলিজা চৌধুরী
অনুষ্টান সঞ্চালনা করেন ”সাম্যেরস পথে” সংগঠনের সাধারণ সম্পাদক মালিহা, এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।















