কালিহাতীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে (এআই) প্রশিক্ষণ কর্মসূচি পালন।
- প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৬৫৬ বার পড়া হয়েছে
কালিহাতীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে (এআই) প্রশিক্ষণ কর্মসূচি পালন।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালিহাতী উপজেলা মিডিয়া এন্ড আইটি সেন্টার এর বাস্তবায়নে ১৩/০১/২০২৫ খ্রিষ্টাব্দ সোমবার সকাল ১১ ঘটিকায় কালিহাতী উপজেলা হলরুম প্রাঙ্গনে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে তরুণ তরুণীদের তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিনামূল্যে বেসিক কম্পিউটার ও আইটিফিসিয়াল ইন্টেলিজেন্ট (এ আই) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে। সে সময় আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার, ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুল রহমান, সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক/ শিক্ষিকা ছাত্র-ছাত্রী তরুণ তরুণী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারুণ্যের উৎসব থেকে ছাত্র-ছাত্রীদের শেখানো হয় এআই প্রশিক্ষণে কম্পিউটার ও আইটিফিসিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন বলেন তারুণ্যের উৎসব থেকে তরুণ তরুণী ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সহ সবাই যেন এই তথ্য প্রযুক্তি থেকে আধুনিক শিক্ষা লাভ করে নিজের এবং দেশ মাতৃকা ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে এজন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই ধরনের কর্মসূচি সবসময় অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।















