কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।
- প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৭১৪ বার পড়া হয়েছে
কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে ৩১, ১২, ২০২৪ খ্রিষ্টাব্দ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হুসেইন, সে সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা মোঃ আশরাফ আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কালিহাতী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোঃ মজনু মিয়া, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, কালিহাতী জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মহসিন হাবিব সবুজ, সহ-সভাপতি মাসুদুল আলম স্বপন সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত ও সাধারণ সম্পাদক মিল্টন মোল্লা সহ সামাজিক রাজনৈতিক ও সুধী বৃন্দ ম্যাচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ তরিকুল ইসলাম সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘাটাইল উপজেলা ঘোষক স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন কালিহাতী উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ২৪ টি দল উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বল্লা ইউনিয়ন পরিষদ বনাম ন্যাশনাল ব্যাংক পি এল সি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন ভয়াবহ মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা ও যুব সমাজকে উদ্বুদ্ধ প্রদান করতেই এই খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলাটি পরিচালনা করতে যাহারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। উক্ত খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিল বিপুলসংখ্যক দর্শক বৃন্দ সবাই হাতে তালি দিয়ে খেলোয়াড়দের কে উৎসাহ ও উদ্দীপনা জুগিয়েছেন।















