টাঙ্গাইলের যোগিনীতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
- প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৬৮৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের যোগিনীতে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধ
টাঙ্গাইলের সদর উপজেলার যোগিনী গ্রামে বারোয়ারি ডক্টর মহেন্দ্রনাথ সেবাশ্রম ও শ্রী হরি নাট মন্দির প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী বিশ্বের সকল জীবের কল্যাণ কামনায় শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বুধবার শ্রীমদ্ভাগবত পাঠ ও শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়।১২ ডিসেম্বর বৃহস্পতিবার করুণোদয় হইতে ১৪ ই ডিসেম্বর ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত পরিবেশিত হয় মহানাম কীর্তন ১৫ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয় লীলা কীর্তন। উৎসবটিতে নাম সুধা পরিবেশন করেন দেশের সুনামধন্য সকল কীর্তনীয়া দল জয় রাই সম্প্রদায় গোপালগঞ্জ, ব্রজের মাধুরী সম্প্রদায় পিরোজপুর, মহাপ্রভু সম্প্রদায় গোপালগঞ্জ, প্রভু প্রিয়া সম্প্রদায় গোপালগঞ্জ, গোঠের রাখাল সম্প্রদায় চট্টগ্রাম, নব নিত্যানন্দ সম্প্রদায় খুলনা, লীলা কীর্তন পরিবেশন করেন রাজীব বিশ্বাস সাতক্ষীরা, অসিত কুমার গগন বগুড়া, অঞ্জলি সরকার সাতক্ষীরা উৎসব অঙ্গনটিতে সরজমিনে ঘুরে দেখা গিয়েছে মনোরম পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন দূরদূরান্ত নানান প্রান্ত থেকে আশা ভক্তবৃন্দের আগমন ঘটেছে উৎসব কমিটির পক্ষ থেকে সকল ভক্তদের জন্য আয়োজন করা হয়েছিল মহাপ্রসাদের ব্যবস্থাও পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিটির সদস্যরা বলেন অনেক উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে যোগিনী গ্রামবাসী ও প্রশাসন এবং সকল মানুষের সহযোগিতায় আমাদের এই উৎসবটি পূর্ণতা পেয়েছে এ কারণে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ১৬ই ডিসেম্বর সোমবার শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ কুঞ্জ ভঙ্গ দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে উৎসবের সমাপ্ত ঘটে।















