টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দিনব্যাপী কর্মিসভা অনুষ্ঠিত
- প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দিনব্যাপী কর্মিসভা অনুষ্ঠিত
শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী পৌর জাতীয়তাবাদী দল ও এলেঙ্গা পৌর জাতীয়তাবাদী দলের যৌথ উদ্যোগে এবং কালিহাতী উপজেলা বিএনপির পরামর্শে ১২টি ইউনিয়নের প্রতিনিধি ও নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর, শনিবার, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মিসভাটি অনুষ্ঠিত হয়। কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (ভিপি রফিক) এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য:
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি উপজেলা পর্যায়ের কর্মীদের অভিযোগ ও সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দলের কর্মীদের উজ্জীবিত করে দলের আদর্শের প্রতি আরও একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখযোগ্য উপস্থিতি:
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সভাপতি মোজামের হক আনসারী, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর হোসেন ও হারুনুর রশিদ মিনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান, শহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন প্রামাণিক, এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস, পাইকরা ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়াবুর রহমান তোতা, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নাহ, উপজেলা বিএনপির নেতা লুৎফর রহমান লেলিন ও হাসমত আলী রেজা,, ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক রনি, মৃদুল বিল্লাল, অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম নূরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শাফি এবং দলের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
সভায় বক্তারা দলীয় ঐক্য ও সংহতির প্রতি গুরুত্বারোপ করেন এবং সামনে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকে সুসংহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫