টাঙ্গাইল ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো। কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত। টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রিন্সিপাল না থাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ টাঙ্গাইলের কালিহাতীতে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন। টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে উত্তাল শিক্ষক সমাজ কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ বিনামূল্যে আলোকিত কালিহাতীর গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে ছোট ভাইয়ের প্রতারণা, মানবিক মূল্যবোধের চরম পরীক্ষা কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো।

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো।

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বুধবার বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি এই দায়িত্ব পান। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট বপন ঘোষ।

সভায় চেম্বারের পরিচালক এমএ রউফ ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর, পরিচালকদের সর্বসম্মতিক্রমে বেনজীর আহমেদ টিটোকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর চেম্বারের পরিচালকরা ফুল দিয়ে টিটোকে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে বেনজীর আহমেদ টিটো বলেন:
“টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। আমি সবসময়ই ব্যবসায়িক উন্নয়ন, সেবার মান উন্নতকরণ এবং ব্যবসায়ীদের অধিকার সুরক্ষায় কাজ করে আসছি। এই দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। চেম্বারের উন্নয়ন, ব্যবসায়ীদের সহায়তা এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করবো। আমাদের ব্যবসায়ীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

আমাদের চেম্বার শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো, যেখানে আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা করি। আমি বিশ্বাস করি, ব্যবসায়িক উন্নয়ন শুধু প্রতিষ্ঠানগুলোকেই সমৃদ্ধ করে না, এটি পুরো এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য থাকবে, টাঙ্গাইলের ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং স্থানীয় পর্যায়ে নতুন নতুন উদ্যোগ এবং বিনিয়োগের পরিবেশ তৈরি করা।

আমার বাবা প্রয়াত আবুল কাশেম আহমেদ চেম্বারের সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বে চেম্বার অনেক দূর এগিয়েছে। তার মতোই আমি চেষ্টা করবো আমাদের চেম্বারকে আরও এগিয়ে নিতে, যাতে আমরা একটি শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে পারি। আমি আমাদের পরিচালনা পরিষদ, ব্যবসায়ী সমাজ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতায় এই লক্ষ্যে কাজ করবো।”

তিনি আরও বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সকল ব্যবসায়ীকে একতাবদ্ধ হতে হবে। আমরা চাই, টাঙ্গাইল চেম্বার শুধু জেলার নয়, দেশের অন্যতম সফল এবং কার্যকর ব্যবসায়ী সংগঠন হিসেবে গড়ে উঠুক। আমার বিশ্বাস, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সেই সাফল্য অর্জন করতে পারবো।”

বেনজীর টিটো ঢাকা বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করে আসছেন।
তার বাবা প্রয়াত আবুল কাশেম আহমেদ টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরের একাদিকবার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। টিটোর গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের বর্গা গ্রামে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে তিনি টাঙ্গাইল-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টে ছাত্রজনতা অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন টাঙ্গাইল চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাও রয়েছে।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বেনজীর আহমেদ টিটো।

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বুধবার বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি এই দায়িত্ব পান। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট বপন ঘোষ।

সভায় চেম্বারের পরিচালক এমএ রউফ ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর, পরিচালকদের সর্বসম্মতিক্রমে বেনজীর আহমেদ টিটোকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর চেম্বারের পরিচালকরা ফুল দিয়ে টিটোকে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে বেনজীর আহমেদ টিটো বলেন:
“টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। আমি সবসময়ই ব্যবসায়িক উন্নয়ন, সেবার মান উন্নতকরণ এবং ব্যবসায়ীদের অধিকার সুরক্ষায় কাজ করে আসছি। এই দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। চেম্বারের উন্নয়ন, ব্যবসায়ীদের সহায়তা এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করবো। আমাদের ব্যবসায়ীদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

আমাদের চেম্বার শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো, যেখানে আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা করি। আমি বিশ্বাস করি, ব্যবসায়িক উন্নয়ন শুধু প্রতিষ্ঠানগুলোকেই সমৃদ্ধ করে না, এটি পুরো এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য থাকবে, টাঙ্গাইলের ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং স্থানীয় পর্যায়ে নতুন নতুন উদ্যোগ এবং বিনিয়োগের পরিবেশ তৈরি করা।

আমার বাবা প্রয়াত আবুল কাশেম আহমেদ চেম্বারের সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বে চেম্বার অনেক দূর এগিয়েছে। তার মতোই আমি চেষ্টা করবো আমাদের চেম্বারকে আরও এগিয়ে নিতে, যাতে আমরা একটি শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে পারি। আমি আমাদের পরিচালনা পরিষদ, ব্যবসায়ী সমাজ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতায় এই লক্ষ্যে কাজ করবো।”

তিনি আরও বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সকল ব্যবসায়ীকে একতাবদ্ধ হতে হবে। আমরা চাই, টাঙ্গাইল চেম্বার শুধু জেলার নয়, দেশের অন্যতম সফল এবং কার্যকর ব্যবসায়ী সংগঠন হিসেবে গড়ে উঠুক। আমার বিশ্বাস, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সেই সাফল্য অর্জন করতে পারবো।”

বেনজীর টিটো ঢাকা বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করে আসছেন।
তার বাবা প্রয়াত আবুল কাশেম আহমেদ টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরের একাদিকবার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। টিটোর গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের বর্গা গ্রামে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে তিনি টাঙ্গাইল-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টে ছাত্রজনতা অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন টাঙ্গাইল চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাও রয়েছে।

শুভ্র মজুমদার
০১৭১৮২৭৪৪৯৫