টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে নিহত দুই কৃষক
- প্রকাশিত : শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৯৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে নিহত দুই কৃষক
টাঙ্গাইলের কালিহাতীর বীর বাসিন্দা ইউনিয়নের নোয়া বাড়ি গ্রামে বজ্রপাতে নিহত হয়েছে দুই কৃষক।
আজ সকাল ৯ টার দিকে উপজেলার নোয়া বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,দিনাজপুর জেলার পীরগন্জ উপজেলার চোদ্দ পুর গ্রামের আব্দুল হোসেন ও আমির হোসেন। আব্দুল হোসেন ও আমির হোসেন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
স্থানীয়রা জানায়, সকালে কালিহাতি উপজেলার নোয়াবাড়ি গ্রামের হযরত মিয়ার বাড়িতে ধান কাটার জন্য প্রায় ৭ দিন যাবত এসেছে তারা। সকালে ধান কাঁটার জন্য গেলে বজ্রপাতে সেখানে আব্দুল হোসেন ও আমির হোসেন মারা যায়। পরে পাশে অন্য জমিতে থাকা শ্রমিকরা তাদের উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
কালিাহতী উপজেলার বীবাসিন্দা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব মিয়া বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেছি। মৃত ব্যাক্তিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।