কালিহাতীতে আনারস মার্কার নির্বাচনী জনসভা
- প্রকাশিত : শুক্রবার, ১৭ মে ২০২৪
- / ১৭২ বার পড়া হয়েছে
কালিহাতীতে আনারস মার্কার নির্বাচনী জনসভা
টাংগাইলের কালিহাতী উপজেলা নির্বাচন কে ঘিরে মাঠ শর গরম হয়ে উঠেছে এরি ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এ এম আজাদ সিদ্দিকীর আনারস মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আনারস মার্কার জনসভাটি জনসমুদ্রে পরিনত।১৭ মে শুক্রবার বিকাল ৫ টায় ছোহরার আলী সভাপতিত্বে কস্তরীপারা প্রাইমারী স্কুলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার জীবন্ত কিংবদন্তি আব্দুল লতিফ সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এ এম আজাদ সিদ্দিকী। বিভিন্ন ইউনিয়ন থেকে স্বতঃস্পর্ত ভাবে দলে দলে মিছিল নিয়ে সভাস্হলে উপস্হিত হয় সর্বস্তরের সাধারন জনগণ। তাদের বুকে- মুখে একটাই ধ্বনি উচ্চারিত হচ্ছে আনারস আর আনারস।এস এ এম আজাদ সিদ্দিকীর আনারস মার্কার এই নির্বাচনী সভায় আরো উপস্থিত ছিলেন পাইকরা ইউপি চেয়ারম্যান আজাদ,পারর্খী ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আজিজুর রহমান তোতা,কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাশেম অনুষ্ঠান টি সঝালনা করেন সেলিম সিকদার