কালিহাতীতে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা
- প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ২৩১ বার পড়া হয়েছে
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন
কালিহাতীতে
চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়ন জমা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আনছার আলী (বি.কম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান দিপুল, মো. আব্দুল বারেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ও জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি মো. জমির উদ্দিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন বৃষ্টি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনলাইনে ২১ এপ্রিল রবিবার ছিলো মনোনয়ন জমাদানের শেষ দিন।