সখিপুরে চাচি শাশুড়ী ও ভাতিজা বউ একত্রে উধাও
- প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ৯১ বার পড়া হয়েছে
সখিপুরে চাচি শাশুড়ী ও ভাতিজা বউ একত্রে উধাও
টাঙ্গাইলের সখিপুরের চা বিক্রেতার স্ত্রী এবং সৌদি প্রবাসীর স্ত্রী চাচি ও ভাতিজার বউ দুই জনে একত্রে সোমবার রাতে আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরদের সাথে উধাও।
ওই নারী দুইজন সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের কাকরাজান গ্রামের চা বিক্রেতা শাজাহানের স্ত্রী বিথি (৩০) ভাতিজা সৌদি প্রবাসী আজিজুলের স্ত্রী মিমি (২২)। মিমির সংসারে ২ বছরের এক মেয়ে রয়েছে। মাকে ছাড়া শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, বিথির ৪ বছর আগে সখীপুর উপজেলার
কাকরাজান গ্রামে বিয়ে হয়। একই গ্রামে ২ বছর আগে মিমি নামের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী সৌদি আরবে চলে যান।
স্থানীয়রা জানান, জবেদালীর ছেলে শাজাহানের স্ত্রী বিথি এর আগে ৫-৬ বার বিভিন্ন মানুষের হাত ধরে চলে যান কিছু দিন পর আবার একাই চলে আসেন।
কাকরাজান ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, এবিষয়ে আমার জানা নেই এবং কেউ আমাকে জানায়নি।
সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, আমি ঘটনাটা শুনেছি কিন্তু কার সাথে কোথায় গেছে আমার জানা নেই।