নানার বাড়ি বেড়াতে এসে নদীতে গোছল করতে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ
- প্রকাশিত : রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
- / ১২১ বার পড়া হয়েছে
নানার বাড়ি বেড়াতে এসে নদীতে গোছল করতে নেমে মাদ্রাসার ছাত্র নিখোঁজ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ব্রীজ সংলগ্ন পানিতে গোছল করতে নেমে মাশিয়ান (১৩) নামে ১ জন নিখোঁজ।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার সল্লা ব্রীজ সংলগ্ন এ ঘটনা ঘটে। মাশিয়ানের নানার বাড়ি দশকিয়া উত্তর পাড়া নানা রহিজ প্রামানিক।
মাশিয়ান(১৩) কুরআনের হাফেজ ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানান, গোসল করার সময় মাশিয়ান নদীতে নিখোঁজ হয়। পরে নদীর আশে পাশে থাকা স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ
মাশিয়ানের সন্ধান পাওয়া যায়নি।
উপজেলার সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম এবিষয়ে নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে মাশিয়ান নামের ছেলের সঙ্গে আরো ৩ জন গোছল করতে নেমে মাশিয়ান নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
মগড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো.শহিদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে চারজন ছেলে একত্রে গোছল করতে নামে তিনজন উঠতে পালেও মাশিয়ান উঠতে পারেনি। তিনি আরো বলেন ডুবুরি দলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।