কালিহাতীতে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ১৭৫ বার পড়া হয়েছে
কালিহাতীতে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের কালিহাতীতে শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২১ মার্চ) উপজেলার গরিলাবাড়ি ও বেরিপটলে একশত পঞ্চাশটি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গরিলাবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গরিলাবাড়ি দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আবুল কাশেম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন, শাজাহান সিরাজ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, এবতেদায়ি বিভাগের প্রধান শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, সমাজসেবক মিনহাজ প্রামাণিক ও আব্দল হাই প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল এক কেজি করে ছোলা, পেঁয়াজ, চিনি, তেল, মুসুর ডাল ও ৫ কেজি চাল।