ষাঁড়ের তাড়া খেয়ে ভয়ে পালালো বাঘ! ভাইরাল ভিডিও দেখে হেঁসে লোটাপুটি নেট দুনিয়ার মানুষজন
- প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১১৫ বার পড়া হয়েছে
স্মার্টফোনের যুগে দুনিয়া এখন হাতের মুঠোয়। বাড়িতে বসে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে খবর(News) সহজেই পেয়ে যান। সোশ্যাল মিডিয়ার(Social Media) যুগে তা আরো সহজ হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এমন সব ভিডিও ভাইরাল(Video Viral) হয়, যা দেখে মানুষ খুবই আনন্দিত হয়, আবার অনেক ভাইরাল ভিডিও দেখে অবাকও হন। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পশু পাখিদের ভিডিও প্রকাশ পেতে দেখা যায়। কোনোদিন শুনেছেন যে ষাঁড়ের ভয়ে বাঘ পালিয়ে গেছে? সম্প্রতি ইন্টারনেটে এমনি এক ভিডিও প্রকাশ পেয়েছে, যা দেখে নেটিজেনরা উত্তেজিত হয়ে উঠেছে। চলুন ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
বাঘ (Tiger) খুবই শক্তিশালী ও সাহসী প্রাণী। অনেকেই তার ভয়ে লুকিয়ে থাকে। তবে বাঘও ভয় পায় এটা আগে হয়তো শোনেন নি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাঘ, ষাঁড়ের (Ox) ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন। আসলে ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি বাঘ শিকার ধরার অপেক্ষায় ওত পেতে বসে রয়েছে।
এমন সময় পাশের রাস্তা দিয়ে একটি ষাঁড় হেঁটে আসছে। তবে প্রথম দিকে বাঘটি ষাঁড়ের নজরে পড়েনি। কিছুক্ষন পরই যখন বাঘটি ষাঁড়ের নজরে আসে, তৎক্ষণাৎ ষাঁড়টি বাঘের দিকে তেড়ে যায়। সাধারণ ভাবে বাঘ ভয় পেয়ে পালায় না। কিন্তু এক্ষেত্রে ঘটলো উল্টোটা। ষাঁড়কে আসতে দেখে ভয়ে বাঘটি লেজ গুটিয়ে পালালো।
ভাইরাল এই ভিডিওটি ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা (Susant Nanda) নিজস্ব ট্যুইটার (Twitter) হ্যান্ডেলে শেয়ার করেছেন। ভিডিও পোস্ট হওয়ার পর তা দারুণ ভাবে ভাইরাল হয়। বহু মানুষ ভিডিওটি দেখেন। অনেকে ভিডিওটি পছন্দ করেছেন, আবার অনেক নেটিজেন সেখানে তাঁদের মন্তব্য জানিয়েছেন।
Courage is found in unlikely places…
Bull scares away the tiger. This is not the behaviour apex predator that we know. Pressure of human presence is perhaps having a huge role.
WA fwd pic.twitter.com/6A4kx39yVc— Susanta Nanda (@susantananda3) August 30, 2022