বিয়ের আগে রণবীরের সঙ্গে থাকা নিয়ে যা বললেন আলিয়া
- প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
- / ১০৪ বার পড়া হয়েছে
দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে এবং সংসার জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। এর মধ্যেই গত জুনে সুখবর দেন দম্পতি। জানালেন, তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের আগে একসঙ্গে থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন আলিয়া। জবাবে অভিনেত্রী বলেন, ‘একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দু’জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।’
আলিয়ার ভাষ্যে, ‘লিভ টুগেদার করলে দু’জনের একসঙ্গে অনেকটা সময় কাটে। এর ফলে সঙ্গীকে আরও ভালোভাবে জানা যায়। এছাড়া সুন্দর সব স্মৃতি তৈরি হয়।’
বিয়ের উদ্দেশ্যেই একসঙ্গে থাকতে শুরু করেন আলিয়া ও রণবীর। কিন্তু করোনা মহামারির কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। সে প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমরা বিয়ে করব ভেবেই একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু মহামারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তারপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।’
এদিকে ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তাই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা এটি। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুনা, মৌনি রায়সহ আরও অনেকে। বিশাল বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।