টাঙ্গাইল ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বন্যাদূর্গ সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা দিল কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কালিহাতীতে কোটা সংস্কারের দাবিতে কালিহাতী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালিহাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালিহাতীতে ঢাকা বিভাগীয় কমিশনারের উপজেলা পরিষদ পরিদর্শন কালিহাতীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে ব্যারিস্টার শুক্লা সিরাজ বাসাইলের কাশিলে বাথরুমের পাশে থেকে জীবিত নবজাতক উদ্ধার কালিহাতীর এলেঙ্গা রিসোর্ট থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে আটক ১০ টাঙ্গাইলে গড়ে উঠেছে দেশের বৃহত্তম মাদকমুক্ত কেন্দ্রীয় সাধুসংঘ। টাঙ্গাইলের কালিহাতীতে যায়যায়দিন পএিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

শাপলা মিডিয়ার বিরুদ্ধে নায়িকার অভিযোগ

মো: নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট ২০২২
  • / ৭৪ বার পড়া হয়েছে

সিনেমায় অভিনয় শেষ করার পরও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের শাপলা মিডিয়ার বিরুদ্ধে এ অভিযোগ আনলেন সালওয়া।

সেলিম খানের প্রতিষ্ঠান প্রযোজিত ‘বুবুজান’ নামের সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া।

গত ২০ আগস্ট দুপুরে দেওয়া স্ট্যাটাসে সালওয়া লেখেন— কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়ার সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্য সব কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। ’

চুক্তি সইয়ের সময় অর্ধেক পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানান নায়িকা সালওয়া।  তিনি গণমাধ্যমকে বলেন, বাকি অর্ধেক পারিশ্রমিক সিনেমা শেষ হওয়ার আগেই দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি পরিশোধ না করে তারা আমাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে৷ আজ দেবে কাল দেবে বলে একাধিক তারিখ দিচ্ছে। আমাকে হয়রানি করেছেন তারা কিন্তু পারিশ্রমিক দিচ্ছেন না।’

অভিনেত্রীর এমন অভিযোগের বিষয়ে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘সিনেমাটি আমাদের শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিভিত্তিক হয়েছে। নির্মাণের আগে সিনেমার টাকা পরিচালককে পরিশোধ করেছি। এখন পরিচালক কাকে টাকা দিয়েছেন কাকে দেননি তা আমাদের জানা নেই।’

উল্লেখ্য,  ‘বুবুজান’ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। ছবির নায়ক শাপলা মিডিয়ার কর্ণধারের ছেলে শান্ত খান। অন্যদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ সালের পর কয়েকটি সিনেমায় কাজ করেছেন নায়িকা সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে— ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাপলা মিডিয়ার বিরুদ্ধে নায়িকার অভিযোগ

প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট ২০২২

সিনেমায় অভিনয় শেষ করার পরও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের শাপলা মিডিয়ার বিরুদ্ধে এ অভিযোগ আনলেন সালওয়া।

সেলিম খানের প্রতিষ্ঠান প্রযোজিত ‘বুবুজান’ নামের সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া।

গত ২০ আগস্ট দুপুরে দেওয়া স্ট্যাটাসে সালওয়া লেখেন— কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়ার সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্য সব কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়। ’

চুক্তি সইয়ের সময় অর্ধেক পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানান নায়িকা সালওয়া।  তিনি গণমাধ্যমকে বলেন, বাকি অর্ধেক পারিশ্রমিক সিনেমা শেষ হওয়ার আগেই দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি পরিশোধ না করে তারা আমাকে দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে৷ আজ দেবে কাল দেবে বলে একাধিক তারিখ দিচ্ছে। আমাকে হয়রানি করেছেন তারা কিন্তু পারিশ্রমিক দিচ্ছেন না।’

অভিনেত্রীর এমন অভিযোগের বিষয়ে শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘সিনেমাটি আমাদের শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিভিত্তিক হয়েছে। নির্মাণের আগে সিনেমার টাকা পরিচালককে পরিশোধ করেছি। এখন পরিচালক কাকে টাকা দিয়েছেন কাকে দেননি তা আমাদের জানা নেই।’

উল্লেখ্য,  ‘বুবুজান’ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। ছবির নায়ক শাপলা মিডিয়ার কর্ণধারের ছেলে শান্ত খান। অন্যদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ সালের পর কয়েকটি সিনেমায় কাজ করেছেন নায়িকা সালওয়া। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে— ‘বীরত্ব’, ‘বুবুজান’ ও ‘এই তুমি, সেই তুমি’।