টাঙ্গাইল ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত। টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রিন্সিপাল না থাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ টাঙ্গাইলের কালিহাতীতে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন। টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে উত্তাল শিক্ষক সমাজ কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ বিনামূল্যে আলোকিত কালিহাতীর গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে ছোট ভাইয়ের প্রতারণা, মানবিক মূল্যবোধের চরম পরীক্ষা কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

বয়ফ্রেন্ড কী, সেটাই তো জানি না: পূজা চেরি

মো: নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ১০৬ বার পড়া হয়েছে

তার মাঝে কেউ কেউ খুঁজে পান নায়িকা শাবনূরের ছায়া। অভিনয় দক্ষতায় তিনি বারেবারে বুঝিয়ে দেন, তার দৌড় লম্বা। তিনি পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বছর দশেক আগেই।

নায়িকা হিসেবে পূজা চেরির পথচলা মোটে চার বছরের। এর মধ্যেই নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা।

ইন্টারনেট সূত্রে পূজা চেরির বয়স এখন ২১। এছাড়া শিশুশিল্পী হিসেবে অভিনয় করার কারণে অনেকের কাছেই তাকে শিশুসুলভ মনে হয়। সম্প্রতি একটি রেডিও স্টেশনের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন পূজা। তিনি বলেন, ‘আমি বড় হতে চাই না। সবসময় ছোটই থাকতে চাই। যখন আমার ষাট বছর বয়সও হবে, তখনও আমি শুনতে চাই, এই বাচ্চা চেরি, বাচ্চা পূজা।’

পূজা চেরির প্রেম নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না। তবে কি সত্যিকার অর্থেই তিনি সিঙ্গেল? নাকি প্রেমটা একান্ত গোপন রাখেন নিজের মধ্যে? সে প্রশ্নের হয়ত সহজে কিনারা হবে না। তবে পূজার কাছে জানতে চাওয়া হয়, বয়ফ্রেন্ডের মন নাকি কাঁচের গ্লাস, কোনটা বেশি ভেঙেছেন? জবাবে তিনি বলেন, ‘কাঁচের গ্লাস। কারণ বয়ফ্রেন্ড কী, সেটাই তো জানি না।’

উল্লেখ্য, পূজা চেরির অভিষেক ঘটেছিল ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে। তবে তিনি জনপ্রিয়তা পান ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে। এই দুটি সিনেমায় তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ।

বর্তমানে পূজার হাতে রয়েছে ‘শান’, ‘গলুই’, ‘সাইকো’, ‘ক্যাশ’ ও ‘সাইকো’সহ কয়েকটি সিনেমা। এর মধ্যে প্রথম দুটি সিনেমা কাজ শেষে মুক্তির অপেক্ষায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বয়ফ্রেন্ড কী, সেটাই তো জানি না: পূজা চেরি

প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

তার মাঝে কেউ কেউ খুঁজে পান নায়িকা শাবনূরের ছায়া। অভিনয় দক্ষতায় তিনি বারেবারে বুঝিয়ে দেন, তার দৌড় লম্বা। তিনি পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন বছর দশেক আগেই।

নায়িকা হিসেবে পূজা চেরির পথচলা মোটে চার বছরের। এর মধ্যেই নিজের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা।

ইন্টারনেট সূত্রে পূজা চেরির বয়স এখন ২১। এছাড়া শিশুশিল্পী হিসেবে অভিনয় করার কারণে অনেকের কাছেই তাকে শিশুসুলভ মনে হয়। সম্প্রতি একটি রেডিও স্টেশনের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন পূজা। তিনি বলেন, ‘আমি বড় হতে চাই না। সবসময় ছোটই থাকতে চাই। যখন আমার ষাট বছর বয়সও হবে, তখনও আমি শুনতে চাই, এই বাচ্চা চেরি, বাচ্চা পূজা।’

পূজা চেরির প্রেম নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না। তবে কি সত্যিকার অর্থেই তিনি সিঙ্গেল? নাকি প্রেমটা একান্ত গোপন রাখেন নিজের মধ্যে? সে প্রশ্নের হয়ত সহজে কিনারা হবে না। তবে পূজার কাছে জানতে চাওয়া হয়, বয়ফ্রেন্ডের মন নাকি কাঁচের গ্লাস, কোনটা বেশি ভেঙেছেন? জবাবে তিনি বলেন, ‘কাঁচের গ্লাস। কারণ বয়ফ্রেন্ড কী, সেটাই তো জানি না।’

উল্লেখ্য, পূজা চেরির অভিষেক ঘটেছিল ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে। তবে তিনি জনপ্রিয়তা পান ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে। এই দুটি সিনেমায় তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ।

বর্তমানে পূজার হাতে রয়েছে ‘শান’, ‘গলুই’, ‘সাইকো’, ‘ক্যাশ’ ও ‘সাইকো’সহ কয়েকটি সিনেমা। এর মধ্যে প্রথম দুটি সিনেমা কাজ শেষে মুক্তির অপেক্ষায়।