টাঙ্গাইল ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে ঈদে মিলাদুন্নবীর ১২ দিনব্যাপী মিলাদ মাহফিলের সমাপনী ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত। টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে প্রিন্সিপাল না থাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ টাঙ্গাইলের কালিহাতীতে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন। টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে উত্তাল শিক্ষক সমাজ কালিহাতীতে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ বিনামূল্যে আলোকিত কালিহাতীর গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কালিহাতীর বাংড়া’র হেড মাস্টারের মেয়ে সৈয়দা জোবাইদা যুথি’র দাফন সম্পন্ন টাঙ্গাইলে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে ছোট ভাইয়ের প্রতারণা, মানবিক মূল্যবোধের চরম পরীক্ষা কালিহাতীতে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক জমি দখলের ঘটনায় সংবাদ সম্মেলন কালিহাতীতে ফুল ঝাড়ু তৈরীতে অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে
ব্রেকিং নিউজ :
  • এটিভি বাংলা  অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেশের বিভিন্ন  জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘এটিভি বাংলা  নিউজ পোর্টাল ’ পত্রিকায় সংবাদ প্রতিনিধি (সাংবাদিক) নিয়োগ দেয়া হবে। ‘এটিভি বাংলা [email protected]০১৭১৪৯১৮২৫৫

সেই লাইভের পরই তাশরীফকে ফোন করে যা বলল পুলিশ

মো: নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুন ২০২২
  • / ৮২ বার পড়া হয়েছে

সিলেট-সুনামগঞ্জ বন্যা পরিস্থিতিতে অনন্য উদাহরণ সৃষ্টি করা তরুণ গায়ক তাশরীফ খানের সঙ্গে দুর্ব্যবহার করে সিলেটের এক পুলিশ সদস্য।

সদস্য।

ফেসবুক লাইভে সেই ঘটনার কথা জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

অভিমানের সুরে এ গায়ক বলেন, বন্যার্তদের সহায়তা করতে সিলেটে গিয়েছেন।  চুরি বা কারো ক্ষতি করতে যাননি। পুলিশ সদস্যের এমন ব্যবহারে তিনি কষ্ট পেয়েছেন।

ফেসবুকে সেই ঘটনার কথা জানাতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠে।  লাইভটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে তাশরীফকে ফোন করা হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ। পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিষয়ে শুক্রবার বিকাল ৩টায় তাশরীফ ফের একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন,  ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন আমাদের যে কোন প্রয়োজনে উনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যে উনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেবার চেষ্টা করে যাচ্ছেন।  আমি বিশ্বাস করি জনগণ আমাদের শক্তি আর প্রশাসন আমাদের সাহস। ’

তাশরীফের এই স্ট্যাটাসের পর পরই খুশি নেটিজেনরা।  একঘণ্টাতেই ৮০ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে। যার বেশিরভাগই ভালোবাসার প্রতিক্রিয়া।

কমেন্টে অনেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন। অনেকে তাশরীফকে অভিমান ভুলে ফের সামে এগিয়ে যাওয়াসহ শুভ কামনা জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় লাইভে এসে এ অভিযোগ করেন তাশরীফ খান। তিনি জানালেন, ত্রাণ বণ্টন করে ক্লান্ত শরীরে দল নিয়ে যখন চা খেতে খেতে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই পুলিশ এসে তাদের ধমক দেয় এবং ওই স্থান ছেড়ে চলে যেতে বলে।

ঘটনা প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে তাশরীফ বলেন, ‘গতকাল (বুধবার) আড়াইটার দিকের ঘটনাটা। আমি জায়গাটার নাম বলব না। সিলেটের মধ্যেই। আমার গলাব্যথা ছিল। সবাই লাল চা খাচ্ছিলাম। গলা বসে গিয়েছিল। সেখানে পুলিশের একটি গাড়ি এলো। একজন অফিসার এসে ধমকের সুরে আমাদের বললেন, ‘আপনারা এখানে কী করছেন?’ আমি বললাম, ‘স্যার আমরা ঢাকা থেকে এখানে ত্রাণ দিতে এসেছি। আপনাদের সিলেটের জন্যই কাজ করছি। আমি একটি চা খেতে এসেছি। খেয়েই চলে যাব। ’

এ কথা শুনেও ওই পুলিশ সদস্য সরাসরি ধমক তাশরীফকে। বলেন, ‘চলে যান এখান থেকে।’

তাশরীফ জানান,  ‘তখন তার খুব খারাপ লাগে বিষয়টি। তখন তিনি ওই পুলিশ সদস্যকে পাল্টা জিজ্ঞেস করেন, ‘স্যার, একজন নাগরিককে এভাবে ধমক দেবেন না। আমরা সিলেটের জন্য কাজ করছি। আমরা এখানে চুরি করতে আসি নাই। এটা করবেন না। আমি চায়ের কাপটা শেষ করে চলে যাব, ২টা মিনিট সময় দেন। ’

তাশরীফ বলেন, তখন সেই পুলিশ সদস্য আমাকে আঙুল তুলে বলেন, ‘এহন ভালো কইরা বলতেছি, এরপরে খারাপ করে বলব। এক্ষুণি চলে যান।’

এর পর তাশরীফ সেই পুলিশ সদস্যের উদ্দেশে বলেন, ‘আমি তখন চায়ের কাপ রেখে চলে যাই। কোনো কথাও বলি নাই। কাউকে ব্যবহার শেখাতেও আসিনি। আমি এখানে ফাইট করতেও আসিনি। আমি কারও কাছে বিচারও দিচ্ছি না। আমি শেয়ার করছি, স্যার, আপনি যদি এই লাইভ দেখে থাকেন, আমার হাম্বল রিকোয়েস্ট। আমার টিমের পক্ষ থেকে বলছি, দয়া করে এই সময়টায়, পারলে আমাদের একটু পাশে দাঁড়ান। পারলে আমাদের একটু সাহস দিয়েন। আমাদের আপনাদের সাহসটা খুব দরকার। আপনারা সাহস দিলে আমাদের কাঁধটা আরও ভারি হয়ে যায়। আর আমাদের সহায়তা দেওয়ার মতো সেই যোগ্যতাটা হয়েছে।’

চিরকুট ব্যান্ডের এ গায়ক বলেন, ‘প্রশাসনের সমর্থন পেলে, নিরাপত্তা দেওয়া হলে, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হলে সিলেট-সুনামগঞ্জে যত আশ্রয়কেন্দ্র আছে সবই ত্রাণ পৌঁছে দিতে পারব। আমরা দায়িত্ব নিয়ে পুরো দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারব। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের দায়িত্ব দিয়ে দেখতে পারেন।’

এমন পরিস্থিতিতে এসে দুদিনেই বন্যার্তদের ১৬ লাখ টাকার ব্যবস্থা করেন তিনি।

সিলেট-সুনামগঞ্জ বন্যাপীড়িত এলাকায়  গত কয়েক দিনে দেড় কোটি টাকার বেশি ত্রাণ সহায়তা সরবরাহ করেছেন গায়ক তাশরীফ।

এমন দুর্দান্ত কাজ করার এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি।

ঘটনা প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে তাশরীফ বলেন, ‘গতকাল (বুধবার) আড়াইটার দিকের ঘটনাটা। আমি জায়গাটার নাম বলব না। সিলেটের মধ্যেই। আমার গলাব্যথা ছিল। সবাই লাল চা খাচ্ছিলাম। গলা বসে গিয়েছিল। সেখানে পুলিশের একটি গাড়ি এলো। একজন অফিসার এসে ধমকের সুরে আমাদের বললেন, ‘আপনারা এখানে কী করছেন?’ আমি বললাম, ‘স্যার আমরা ঢাকা থেকে এখানে ত্রাণ দিতে এসেছি। আপনাদের সিলেটের জন্যই কাজ করছি। আমি একটি চা খেতে এসেছি। খেয়েই চলে যাব। ’

এ কথা শুনেও ওই পুলিশ সদস্য সরাসরি ধমক তাশরীফকে। বলেন, ‘চলে যান এখান থেকে।’

তাশরীফ জানান, তখন তার খুব খারাপ লাগে বিষয়টি। তখন তিনি ওই পুলিশ সদস্যকে পাল্টা জিজ্ঞেস করেন, ‘স্যার, একজন নাগরিককে এভাবে ধমক দেবেন না। আমরা সিলেটের জন্য কাজ করছি। আমরা এখানে চুরি করতে আসি নাই। এটা করবেন না। আমি চায়ের কাপটা শেষ করে চলে যাব, ২টা মিনিট সময় দেন। ’

তাশরীফ বলেন, তখন সেই পুলিশ সদস্য আমাকে আঙুল তুলে বলেন, ‘এহন ভালো কইরা বলতেছি, এরপরে খারাপ করে বলব। এক্ষুণি চলে যান।’

এর পর তাশরীফ সেই পুলিশ সদস্যের উদ্দেশে বলেন, ‘আমি তখন চায়ের কাপ রেখে চলে যাই। কোনো কথাও বলি নাই। কাউকে ব্যবহার শেখাতেও আসিনি। আমি এখানে ফাইট করতেও আসিনি। আমি কারও কাছে বিচারও দিচ্ছি না। আমি শেয়ার করছি, স্যার, আপনি যদি এই লাইভ দেখে থাকেন, আমার হাম্বল রিকোয়েস্ট। আমার টিমের পক্ষ থেকে বলছি, দয়া করে এই সময়টায়, পারলে আমাদের একটু পাশে দাঁড়ান। পারলে আমাদের একটু সাহস দিয়েন। আমাদের আপনাদের সাহসটা খুব দরকার। আপনারা সাহস দিলে আমাদের কাঁধটা আরও ভারি হয়ে যায়। আর আমাদের সহায়তা দেওয়ার মতো সেই যোগ্যতাটা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

সেই লাইভের পরই তাশরীফকে ফোন করে যা বলল পুলিশ

প্রকাশিত : শনিবার, ২৫ জুন ২০২২

সিলেট-সুনামগঞ্জ বন্যা পরিস্থিতিতে অনন্য উদাহরণ সৃষ্টি করা তরুণ গায়ক তাশরীফ খানের সঙ্গে দুর্ব্যবহার করে সিলেটের এক পুলিশ সদস্য।

সদস্য।

ফেসবুক লাইভে সেই ঘটনার কথা জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

অভিমানের সুরে এ গায়ক বলেন, বন্যার্তদের সহায়তা করতে সিলেটে গিয়েছেন।  চুরি বা কারো ক্ষতি করতে যাননি। পুলিশ সদস্যের এমন ব্যবহারে তিনি কষ্ট পেয়েছেন।

ফেসবুকে সেই ঘটনার কথা জানাতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠে।  লাইভটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে তাশরীফকে ফোন করা হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ। পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিষয়ে শুক্রবার বিকাল ৩টায় তাশরীফ ফের একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন,  ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে ফেসবুক লাইভের পরপরই সিলেটের পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন আমাদের যে কোন প্রয়োজনে উনারা পাশে থাকবেন এবং ইতিমধ্যে উনারা আমাদের ত্রাণের নিরাপত্তা দেবার চেষ্টা করে যাচ্ছেন।  আমি বিশ্বাস করি জনগণ আমাদের শক্তি আর প্রশাসন আমাদের সাহস। ’

তাশরীফের এই স্ট্যাটাসের পর পরই খুশি নেটিজেনরা।  একঘণ্টাতেই ৮০ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে। যার বেশিরভাগই ভালোবাসার প্রতিক্রিয়া।

কমেন্টে অনেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন। অনেকে তাশরীফকে অভিমান ভুলে ফের সামে এগিয়ে যাওয়াসহ শুভ কামনা জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় লাইভে এসে এ অভিযোগ করেন তাশরীফ খান। তিনি জানালেন, ত্রাণ বণ্টন করে ক্লান্ত শরীরে দল নিয়ে যখন চা খেতে খেতে বিশ্রাম নিচ্ছিলেন, তখনই পুলিশ এসে তাদের ধমক দেয় এবং ওই স্থান ছেড়ে চলে যেতে বলে।

ঘটনা প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে তাশরীফ বলেন, ‘গতকাল (বুধবার) আড়াইটার দিকের ঘটনাটা। আমি জায়গাটার নাম বলব না। সিলেটের মধ্যেই। আমার গলাব্যথা ছিল। সবাই লাল চা খাচ্ছিলাম। গলা বসে গিয়েছিল। সেখানে পুলিশের একটি গাড়ি এলো। একজন অফিসার এসে ধমকের সুরে আমাদের বললেন, ‘আপনারা এখানে কী করছেন?’ আমি বললাম, ‘স্যার আমরা ঢাকা থেকে এখানে ত্রাণ দিতে এসেছি। আপনাদের সিলেটের জন্যই কাজ করছি। আমি একটি চা খেতে এসেছি। খেয়েই চলে যাব। ’

এ কথা শুনেও ওই পুলিশ সদস্য সরাসরি ধমক তাশরীফকে। বলেন, ‘চলে যান এখান থেকে।’

তাশরীফ জানান,  ‘তখন তার খুব খারাপ লাগে বিষয়টি। তখন তিনি ওই পুলিশ সদস্যকে পাল্টা জিজ্ঞেস করেন, ‘স্যার, একজন নাগরিককে এভাবে ধমক দেবেন না। আমরা সিলেটের জন্য কাজ করছি। আমরা এখানে চুরি করতে আসি নাই। এটা করবেন না। আমি চায়ের কাপটা শেষ করে চলে যাব, ২টা মিনিট সময় দেন। ’

তাশরীফ বলেন, তখন সেই পুলিশ সদস্য আমাকে আঙুল তুলে বলেন, ‘এহন ভালো কইরা বলতেছি, এরপরে খারাপ করে বলব। এক্ষুণি চলে যান।’

এর পর তাশরীফ সেই পুলিশ সদস্যের উদ্দেশে বলেন, ‘আমি তখন চায়ের কাপ রেখে চলে যাই। কোনো কথাও বলি নাই। কাউকে ব্যবহার শেখাতেও আসিনি। আমি এখানে ফাইট করতেও আসিনি। আমি কারও কাছে বিচারও দিচ্ছি না। আমি শেয়ার করছি, স্যার, আপনি যদি এই লাইভ দেখে থাকেন, আমার হাম্বল রিকোয়েস্ট। আমার টিমের পক্ষ থেকে বলছি, দয়া করে এই সময়টায়, পারলে আমাদের একটু পাশে দাঁড়ান। পারলে আমাদের একটু সাহস দিয়েন। আমাদের আপনাদের সাহসটা খুব দরকার। আপনারা সাহস দিলে আমাদের কাঁধটা আরও ভারি হয়ে যায়। আর আমাদের সহায়তা দেওয়ার মতো সেই যোগ্যতাটা হয়েছে।’

চিরকুট ব্যান্ডের এ গায়ক বলেন, ‘প্রশাসনের সমর্থন পেলে, নিরাপত্তা দেওয়া হলে, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হলে সিলেট-সুনামগঞ্জে যত আশ্রয়কেন্দ্র আছে সবই ত্রাণ পৌঁছে দিতে পারব। আমরা দায়িত্ব নিয়ে পুরো দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পারব। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের দায়িত্ব দিয়ে দেখতে পারেন।’

এমন পরিস্থিতিতে এসে দুদিনেই বন্যার্তদের ১৬ লাখ টাকার ব্যবস্থা করেন তিনি।

সিলেট-সুনামগঞ্জ বন্যাপীড়িত এলাকায়  গত কয়েক দিনে দেড় কোটি টাকার বেশি ত্রাণ সহায়তা সরবরাহ করেছেন গায়ক তাশরীফ।

এমন দুর্দান্ত কাজ করার এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি।

ঘটনা প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে তাশরীফ বলেন, ‘গতকাল (বুধবার) আড়াইটার দিকের ঘটনাটা। আমি জায়গাটার নাম বলব না। সিলেটের মধ্যেই। আমার গলাব্যথা ছিল। সবাই লাল চা খাচ্ছিলাম। গলা বসে গিয়েছিল। সেখানে পুলিশের একটি গাড়ি এলো। একজন অফিসার এসে ধমকের সুরে আমাদের বললেন, ‘আপনারা এখানে কী করছেন?’ আমি বললাম, ‘স্যার আমরা ঢাকা থেকে এখানে ত্রাণ দিতে এসেছি। আপনাদের সিলেটের জন্যই কাজ করছি। আমি একটি চা খেতে এসেছি। খেয়েই চলে যাব। ’

এ কথা শুনেও ওই পুলিশ সদস্য সরাসরি ধমক তাশরীফকে। বলেন, ‘চলে যান এখান থেকে।’

তাশরীফ জানান, তখন তার খুব খারাপ লাগে বিষয়টি। তখন তিনি ওই পুলিশ সদস্যকে পাল্টা জিজ্ঞেস করেন, ‘স্যার, একজন নাগরিককে এভাবে ধমক দেবেন না। আমরা সিলেটের জন্য কাজ করছি। আমরা এখানে চুরি করতে আসি নাই। এটা করবেন না। আমি চায়ের কাপটা শেষ করে চলে যাব, ২টা মিনিট সময় দেন। ’

তাশরীফ বলেন, তখন সেই পুলিশ সদস্য আমাকে আঙুল তুলে বলেন, ‘এহন ভালো কইরা বলতেছি, এরপরে খারাপ করে বলব। এক্ষুণি চলে যান।’

এর পর তাশরীফ সেই পুলিশ সদস্যের উদ্দেশে বলেন, ‘আমি তখন চায়ের কাপ রেখে চলে যাই। কোনো কথাও বলি নাই। কাউকে ব্যবহার শেখাতেও আসিনি। আমি এখানে ফাইট করতেও আসিনি। আমি কারও কাছে বিচারও দিচ্ছি না। আমি শেয়ার করছি, স্যার, আপনি যদি এই লাইভ দেখে থাকেন, আমার হাম্বল রিকোয়েস্ট। আমার টিমের পক্ষ থেকে বলছি, দয়া করে এই সময়টায়, পারলে আমাদের একটু পাশে দাঁড়ান। পারলে আমাদের একটু সাহস দিয়েন। আমাদের আপনাদের সাহসটা খুব দরকার। আপনারা সাহস দিলে আমাদের কাঁধটা আরও ভারি হয়ে যায়। আর আমাদের সহায়তা দেওয়ার মতো সেই যোগ্যতাটা হয়েছে।’