দেখা করতে না চাওয়ায় প্রেমিকার বাড়ির ওপরে ট্রাক উঠিয়ে দিলেন প্রেমিক!
- প্রকাশিত : বুধবার, ৬ জুলাই ২০২২
- / ৮৬ বার পড়া হয়েছে
প্রেমিকের সাথে দেখা করার ইচ্ছাপোষণ করেছিলেন ট্রাক চালক প্রেমিক কিন্তু প্রেমিকের সেই ইচ্ছা পূরণ করেননি প্রেমিকা। আর এতেই ক্ষিপ্ত হয়ে প্রেমিকার বাড়ির ওপরেই ট্রাক উঠিয়ে দিয়েছেন ওই যুবক! ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে। খবর বিবিসির।
খবরে বলা হয়, ওই ট্রাক চালক প্রেমিকের নাম ডেরেক ওয়েলিংটন। তার প্রেমিকা যখন দেখা করতে অস্বীকৃতি জানায় তখন রেগে যান তিনি। তখন প্রেমিকাকে বলতে থাকেন আমি তোমার বসার ঘরে আমার ট্রাকটি পার্ক করবো।
বিবিসি জানায়, ডেরেক যখন তার প্রেমিকের বাড়িতে লরি দিয়ে বার বার আঘাত করছিলেন তখন ওই বাড়িতে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক লোক অবস্থান করছিলেন।
ভিডিওতে দেখা যায়, ডেরেক ওয়েলিংটন তার ট্রাক দিয়ে সজোরে আঘাত করতে থাকেন প্রেমিকার বাড়িতে। মুহূর্তেই ওই বাড়ির একাংশ ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ির অন্য অংশেও ফাটল ধরে। তবে এ সময় ওই ট্রাকটির বডিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।