পদ্মা সেতুর টোল প্লাজার কাছে সড়কে সন্তান প্রসব
- প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
- / ৮৮ বার পড়া হয়েছে
মা-বোনের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন এক প্রসূতি। কিন্তু গন্তব্যে বাসে যাওয়ার জন্য পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন পদ্মা দক্ষিণ থানার সামনের সড়কে তাদের নামিয়ে দেন এক ভ্যানচালক। বাসে ওঠার আগ মুহূর্তে টোল প্লাজা সংলগ্ন সড়কে পদ্মা সেতুর ১০০ গজ দূরে ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন ওই নারী।
ওই নারীর নাম হাসি আক্তার (২১)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাড়ে বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী। তারা দুইজনেই বিজিবি সদস্য বলে জানা গেছে।
সোমবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ওই নবজাতকের জন্ম হয়। বর্তমানে মা ও শিশু সাড়ে বিশরশ্মি গ্রামের নিজ বাড়িতে আছেন।
পদ্মা দক্ষিণ থানা ও ওই পরিবার সূত্র জানায়, হাসি আক্তার-তার স্বামী আলী হাসান দম্পতি টেকনাফ বিজিবিতে চাকরি করেন। হাসি মাতৃত্বকালীন ছুটিতে গত মাসে মাদারীপুরের সাড়ে বিশরশ্মি গ্রামের বাড়িতে আসেন। সোমবার হাসির প্রসব বেদনা উঠলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক হাসিকে ঢাকাতে রেফার্ড করে।
পরে দুপুরে ঢাকা পিলখানা বিজিবি হাসপাতালে নেয়ার পথে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন পদ্মা দক্ষিণ থানার সামনের সড়কে ফুটফুটে ছেলের জন্ম দেন ওই নারী।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিদর্শক (তদন্ত) মো. সুজন হকসহ পুলিশ সদস্যরা তাদের গাড়িতে করে হাসি ও তার নবজাতককে বাড়িতে পৌঁছে দেন।
পদ্মা দক্ষিণ থানার তদন্ত ওসি মো. সুজন হক বলেন, আজ দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকার মাদারীপুরের শিবচর এলাকার হাসি আক্তার নামের এক প্রসূতি মহিলা একজন পুত্র সন্তান প্রসব করে। পরবর্তীতে প্রসূতি ও নবজাতককে আমরা নিজের গাড়িতে করে তার নিজ বাড়িতে পৌঁছে দিই। মা ও সন্তান উভয়ই সুস্থ আছে।