কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১৬৯ বার পড়া হয়েছে
কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত|
কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর কালিহাতী উপজেলা গেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন।সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও কালিহাতী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির অন্যতম সংগঠক, কালিহাতী উপজেলা শাখার উপদেষ্টা রশিদ আহমদ আব্বাসী, যুগ্ম আহ্বায়ক কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন -জাসাস এর সাবেক সভাপতি মোস্তফা সাইফুল কায়সার,কালিহাতী উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রহিমা আক্তার, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মুসা, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম সজীব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সুমন মিয়া , এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর শাহনাজ পারভীন প্রমুখ।
সভায় নির্দিষ্ট এজেন্ডার উপর বিস্তারিত আলোচনা হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আনন্দ ভ্রমণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সদস্যরা তাদের বক্তব্যে কালিহাতীর গন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।















