বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিহাতী পৌর বিএপি’র দোয়া ও মোনাজাত।
- প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৭৮ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কালিহাতী পৌর বিএপি’র দোয়া ও মোনাজাত।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি। এটিভি বাংলা নিউজ।
টাঙ্গাইলের কালিহাতী পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটুর দিকনির্দেশনায় বিএনপি’র চেয়ারপার্সন তিনবারের সাবেক সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর কালিহাতী অডিটেরিয়ামে পৌর বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান শহীদ সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের সঞ্চালনায়, সে সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ মজনু মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন কাঠু, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন, পৌর সাবেক নেতা মোঃ হাজি আব্দুল সাত্তার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মঞ্জুরুল হাসান, সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, কৃষকদল নেতা মোঃ নুরুন্নবী সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে আপোষহীন নেত্রী বার বার কারা নির্যাতিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত ও দোয়া প্রার্থনা করা হয়।















