টাঙ্গাইলের মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়নের দাবীতে সমর্থকদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে
- প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৬২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়নের দাবীতে সমর্থকদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে
সিঁদুর ঘোষ রাজকুমার টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ১ মধুপুর ও ধনবাড়ী আসনে এডভোকেট মোহাম্মদ আলী কে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করায়। গতকাল ১২ নভেম্বর বুধবার সন্ধ্যায় মধুপুরে এডভোকেট মোহাম্মদ আলীর দলীয় মনোনয়নের দাবীতে সমর্থকদের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে । মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এডভোকেট মোহাম্মদ আলীর মধুপুরের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল
মিছিল বের হয়ে মধুপুর উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর আনারস চত্বরে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আঃমান্নান , এসময় আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন খান বাবলু, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সরকার আসাদ, মধুপুর পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোশারফ হোসেন মনি সহ আরো অনেকে এসময় বক্তৃতায় বলেন এডভোকেট মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি এই এলাকার সর্বচেয়ে জনপ্রিয় ও যোগ্য একজন প্রার্থী হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে মধুপুর ও ধনবাড়ীর সাধারণ মানুষের আশা। মধুপুর-ধনবাড়ীর গণমানুষের নেতা এডভোকেট মোহাম্মদ আলীকে এম পি হিসেবে দেখতে চাই। দলের হাইকমান্ডের কাছে আমাদের একটাই দাবি—এই আসনে স্থানীয় ও ত্যাগী নেতা মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে। এসময় মধুপুর উপজেলা বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মহিলাদল সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।















