স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা, মতবিনিময় সভায় সমর্থকদের ঢল
- প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৩৬ বার পড়া হয়েছে
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা, মতবিনিময় সভায় সমর্থকদের ঢল
সিঁদুর ঘোষ রাজকুমার , টাঙ্গাইল প্রতিনিধি |
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের রাজনীতিতে নতুন আলো ছড়াচ্ছেন লে. কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম আজাদ। দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে মানবসেবা, সামাজিক কাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকা এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই ঘোষণা ঘিরে মধুপুর–ধনবাড়ী এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।
সমর্থক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার ঘটেছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে মধুপুর শহরের কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী। সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম, সাবেক সহসভাপতি, মধুপুর উপজেলা বিএনপি। মূল বক্তব্য প্রদান করেন আশরাফুল ইসলাম মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মধুপুর উপজেলা বিএনপি।এছাড়া বক্তব্য রাখেন নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক;মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক, ২নং ওয়াটা ইউনিয়ন বিএনপি;মিনহাজ হোসেন, যুবদল নেতা;এবং মো. মোজাম্মেল হোসেন, ছাত্রদল নেতা। সভায় আশরাফুল ইসলাম মাসুদ বলেন, লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ ঘোষণা দিয়ে দিয়েছেন, তিনি মধুপুর–ধনবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তাঁর এই সিদ্ধান্তে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। কারণ মানুষ আজ পরিবর্তন চায়, সৎ ও কর্মঠ নেতৃত্ব চায়।তিনি আরও বলেন,আজকের এই মাটির মানুষ কর্নেল সাহেবকে চেনে মানবতার ফেরিওয়ালা হিসেবে। তিনি কখনো ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করেননি; বরং মানুষের কল্যাণে নিজের সময়, অর্থ ও শ্রম ব্যয় করেছেন। তাই আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে এই অঞ্চল উন্নয়ন ও সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করবেন।”সভায় অন্যান্য বক্তারাও কর্নেল আজাদের প্রশংসা করে বলেন, মধুপুর ও ধনবাড়ী অঞ্চলের প্রতিটি মানুষ কর্নেল আজাদের কাজ দেখে অনুপ্রাণিত।
তিনি শুধু রাজনীতিক নন, একজন সৎ প্রশাসক, শিক্ষিত নেতৃত্ব এবং মানবিক চরিত্রের প্রতীক। তাঁর মতো মানুষ রাজনীতিতে আসা মানেই পরিবর্তনের বার্তা। সভায় উপস্থিত নেতা-কর্মীরা একমত হয়ে বলেন,মধুপুর–ধনবাড়ী আসনে জনগণের একটাই দাবি জনগণের প্রার্থী কর্নেল আজাদকে বিজয়ী করা।এসময় কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম আজাদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
আমি রাজনীতি করছি ক্ষমতার জন্য নয়, করছি মানুষের ভালোবাসা ও আস্থার জন্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমপি হই বা না হই, আমি সব সময় আপনাদের পাশে থাকব। আপনাদের বিশ্বাসই আমার শক্তি।তিনি আরও বলেন,আমার লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটানো, এবং এই এলাকা থেকে মাদক ও দুর্নীতি নির্মূল করা। আমি চাই, মধুপুর ও ধনবাড়ী হবে একটি আধুনিক ও নিরাপদ উপজেলা।সভা শেষে উপস্থিত শতাধিক নেতা-কর্মী কর্নেল আজাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন।স্থানীয় যুবক, ব্যবসায়ী ও কৃষকরাও সভাস্থলে এসে সমর্থন জানান।অনেকেই বলেন,কর্নেল আজাদ হচ্ছেন মধুপুর–ধনবাড়ীর নতুন আশার আলো। আমরা তাঁর সঙ্গে আছি। মতবিনিময় সভা শেষে কর্নেল আজাদ ও স্থানীয় নেতৃবৃন্দ মধুপুর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।জনগণের প্রতিক্রিয়া ছিল উৎসবমুখর কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, কেউ কর্নেল আজাদের সঙ্গে হাত মেলিয়ে বলেন,আপনি জনগণের প্রার্থী, আমরা আপনাকেই চাই।সভা শেষে কর্নেল আজাদের সমর্থকগোষ্ঠীর নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন,মধুপুর–ধনবাড়ীর রাজনীতিতে এখন একটাই নাম — কর্নেল আসাদুল ইসলাম আজাদ। তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আগামী নির্বাচনে তাঁর পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।এই মতবিনিময় সভা প্রমাণ করেছে মধুপুর–ধনবাড়ী আসনের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়।তাদের বিশ্বাস, কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের নেতৃত্বেই তারা দেখবে উন্নয়ন, সেবা ও সত্যিকারের রাজনীতির নতুন সূচনা।















