টাঙ্গাইলের সখিপুর ২নং বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ এর দ্বি-বাসিক সম্মেলন
- প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৫১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখিপুর ২নং বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ এর দ্বি-বাসিক সম্মেলন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,
সরকার বাহাদুররা বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেফতার করুন। আমি যেখানে যাইয়া দাঁড়াবো বলবো, আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই। শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নাম্বার দলে ছিল ধানের শীষ। মানুষের মনে এক নম্বরে ছিল ধানের শীষ। এখন তারা কিন্তু পেটের বিষ। কখনো দাবি আদায়ের জন্য নিজের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করতে হয়।
কিন্তু তার অর্থ এই নয় যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। আমি বিশৃঙ্খলা পছন্দ করি না। আমি যুদ্ধ পছন্দ করি কিন্তু বিশৃঙ্খলা চাই না। আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে। কতজনের কত বাড়িঘর ভাঙলো। শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না। নিজের বাড়ি রক্ষা করতে পারে না। সে ১৮ কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে? শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তাড়ায় নাই। মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়াবার ক্ষমতা।
এই আটদশটা বাচ্চা ছেলের ছিল না। বিএনপি পারে নাই, জামাত পারে নাই, অন্তর্ঘাত করেও পারে নাই। কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন মানুষকে অসম্মান করেছেন তার জন্যে আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু ১৫ ১৬ বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে যা জোর জুলুম করেছে ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড আর অন্যান্য জায়গা থেকে যে পরিমাণ চান্দা উঠাইছে নৌকা মারখানা তার চার গুণ ২০ গুণ এই ১২ মাস ১৪ মাসে অন্য দলেরা করেছে। শেখ হাসিনা যখন ও
এসময় তিনি আরো বলেন, আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য, এখান থেকে কেউ সরাতে পারবে না।
আজ সোমবার(১০ নভেম্বর) বিকেলে উপজেলার ২নং বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু সহ আরো অনেকে।















