কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অঙ্গীকার মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১৮৪ বার পড়া হয়েছে
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের অঙ্গীকার
মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিঁদুর ঘোষ রাজকুমার, টাঙ্গাইল প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মধুপুর–ধনবাড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি বলেছেন,
একটি জাতির অগ্রগতি নির্ভর করে দক্ষ মানবসম্পদের ওপর।
আমি নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব, যাতে তরুণরা কর্মসংস্থানের সুযোগ পায়।”
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার নয়াপাড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা, উন্নয়ন ও কর্মসংস্থানই মূল অঙ্গীকার
সভায় স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, তরুণ সমাজ ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা ছুবান, এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির ছাত্রনেতা মো. মোজ্জামেল হোসেন
আজাদ পি.এস.সি বলেন,
মধুপুর–ধনবাড়ি একসময় শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল ছিল।
কিন্তু বছরের পর বছর অবহেলায় পিছিয়ে পড়েছে।
আমি চাই এ অঞ্চলে আধুনিক শিক্ষা, উন্নত স্বাস্থ্যব্যবস্থা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলা।”
তিনি আরও বলেন,বর্তমান প্রজন্ম বেকারত্বে জর্জরিত।
শিক্ষিত তরুণদের দক্ষতা উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সবচেয়ে বড় হাতিয়ার।”
উন্নয়ন ও নেতৃত্বে নতুন প্রত্যাশা
সভাস্থলজুড়ে ছিল উচ্ছ্বাসমুখর পরিবেশ।
“আজাদ ভাই জিন্দাবাদ”, “বিএনপি জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।
বক্তারা বলেন, মো. আসাদুল ইসলাম (আজাদ) পি.এস.সি একজন শিক্ষিত, সৎ ও দেশপ্রেমিক নেতা।
তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করে অর্জন করেছেন নেতৃত্ব ও শৃঙ্খলার অভিজ্ঞতা,
যা মধুপুর–ধনবাড়ির উন্নয়নে কাজে লাগবে।
তরুণ সমাজের প্রতিনিধি রায়হান আহমেদ বলেন,
আজাদ ভাই আমাদের মতো তরুণদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি শিক্ষা ও কর্মসংস্থান দুটোই নিশ্চিত করতে চান।”আদর্শ রাজনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি
আজাদ পি.এস.সি বলেন,
আমি রাজনীতি করি আদর্শ নিয়ে, পেশা নয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে
আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরও যোগ করেন,মধুপুর–ধনবাড়ি আসনকে আমি রূপান্তরিত করতে চাই একটি মডেল অঞ্চলে,
যেখানে থাকবে আধুনিক কৃষি, শিল্প, শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বিত উন্নয়ন।”
সভায় উপস্থিত ছিলেন
আবুল কালাম, সাবেক সহসভাপতি, মধুপুর উপজেলা বিএনপি আশরাফুল ইসলাম মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মধুপুর উপজেলা বিএনপি
নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক
মিনহাজ হোসেন, যুবদল নেতা
মো. মোজাম্মেল হোসেন, ছাত্রদল নেতা
এছাড়া ধনবাড়ী উপজেলার কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সাধারণ মানুষ প্রধান অতিথির সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।
অনেকে বলেন, দীর্ঘদিন পর এমন জনসম্পৃক্ত মতবিনিময় সভা দেখেছেন তারা।















