কালিহাতী পৌর মহিলা দলের সদস্য সংগ্রহ কর্মশালার উঠান বৈঠক অনুষ্ঠিত।
- প্রকাশিত : শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে
কালিহাতী পৌর মহিলা দলের সদস্য সংগ্রহ কর্মশালার উঠান বৈঠক অনুষ্ঠিত।
দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে পৌর মহিলা দলের উদ্যোগে ৪ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ও ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মহিলা দলের সদস্য সংগ্রহ কর্মশালার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ অক্টোবর বিকেল তিনটায় দক্ষিণ বেতডোবা মেঘাখালিতে কালিহাতি পৌর মহিলা নেত্রী শিমু আক্তারের সভাপতিত্বে ও সুফিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদ সিদ্দিকী, জুলহাস উদ্দিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক উপজেলা বিএনপি, তারিকুল ইসলাম বাবু সিনিয়র সদস্য উপজেলা বিএনপি, মুজাহিদ হোসেন সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, মিনহাজ উদ্দিন যুগ্ন সম্পাদক পৌর বিএনপি, আজিজ উদ্দিন পৌর বিএনপি, পপি আক্তার সাংগঠনিক সম্পাদক মহিলা দল উপজেলা বিএনপি, মোঃ মোশারফ হোসেন সাবেক কমিশনার ও পৌর বিএনপির নেতা, আজিজ মিয়া সভাপতি ৪ নং ওয়ার্ড পৌর বিএনপি সহ উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুফিয়া, রুনিয়া, আতা, ও আমেনা, পরে বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার শহীদ সিদ্দিকী বলেন আপনারা মহিলা দলের সদস্য ফরম নির্দ্বিধায় পূরণ করবেন এবং আগামী দিনে কালিহাতী মাটি ও মানুষের সেবক তারুণ্যের অহংকার কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা করছি।















