কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত
- প্রকাশিত : সোমবার, ২৩ জুন ২০২৫
- / ৩৯৩ বার পড়া হয়েছে
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জেমি (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
রোববার দুপুরে দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ
মহাসড়কের হামিদুর এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।
নিহত গৃহবধূ জেমি কালিহাতী উপজেলার ঘড়িয়া পূর্ব পাড়া গ্রামের হাসমত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূ জেমি ঘাটাইল থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কালিহাতীর হামিদপুর মালেক সাউন্ডের দোকানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ওসি জাকির হোসেন নিশ্চিত করে জানান, আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা তার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন।















