টাঙ্গাইলের সখীপুর আমিনা বেগম(৪৫) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
- প্রকাশিত : সোমবার, ১৬ জুন ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুর আমিনা বেগম(৪৫) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(১৬ জুন) উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামে রাস্তার পাশ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনা বেগম পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার বর্গা গ্রামের আ. লতিফ মিয়ার স্ত্রী।
নিহতের দেবর মো: আব্দুল হাই জানান আমার ভাই বউ গত ৫/৬ বছর যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
তিনি আরো জানান, গতকাল বিকেল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়।
এদিকে আজ সকালে বাড়ি থেকে ৩ কি.মি দূরে সখীপুর উপজেলার চকপাড়া এলাকায় রাস্তার পাশে আমিনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।















