কালিহাতীর আউলিয়াবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী আব্দুর রাজ্জাক
- প্রকাশিত : রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৪৮৫ বার পড়া হয়েছে
কালিহাতীর আউলিয়াবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক। ১৪ জুন শনিবার বিকালে উপজেলার আউলিয়াবাদ বাজারে আগুনে ভস্মীভূত তিনটি দোকান পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সেন্টু, মিটফুল ও আমিনুল ইসলামের সাথে কথা বলেন, ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন ও তাঁদেরকে শান্তনা দেন। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে মহান আল্লাহর কাছে দোয়ার আহ্বান জানান। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি উপজেলা প্রশাসন, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ও এলাকার বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা দেন।
এসময় উপস্থিত উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল হামিদ মাস্টার, যুব বিভাগের সেক্রেটারী এম এম এইচ বাদশা, সাবেক কর্মপরিষদ সদস্য মাহমুদুর রহমান মিলন, পারখী ইউনিয়ন জামায়াতের সভাপতি এস এম আব্দুল করিম, সহদেবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সৈয়দ রফিকুল ইসলাম রুবেল, ঢাকার বসুন্ধরা থানা জামায়াতের রুকন সৈয়দ নুরুজ্জামান, কালিহাতী পৌর জামায়াতের শুরা সদস্য আব্দুল আউয়াল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ















