বাংলাদেশ জাতীয়তাবাদী দল পারখী-ইউনিয়ন শাখার সকল সহযোগী সংগঠনের উদ্দেগে মাহজ বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে ঈদ পুর্নমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ১৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পারখী-ইউনিয়ন শাখার সকল সহযোগী সংগঠনের উদ্দেগে মাহজ বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে ঈদ পুর্নমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পারখী-ইউনিয়ন বি.এন.পির সাবেক সাধারণ সম্পাদকে মোঃ সাইফুল ইসলামমেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করের পারখী-ইউনিয়নের বি এন পির সাবেক সিনিয়ন যুগ্ম আহব্বাক মোঃ এমদাদুল হক মোল্লা। উক্ত অনষ্ঠানের পরিচলায় পাঠে ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোঃ আঃ গফুর, সাবেক মেম্বার মোঃ মুক্তার আলীবিকম-আবেক মেম্বার মোঃ ফরাশিলহক, সাবেক মেম্বার তাজ উদ্দিন সাবেক পুলিশ ও অফিসার মোঃ আবুল কাশেম, আব্দুল্লাহ আষ্টার, মোঃ মোতালেব হোসেন, মোঃ নবী মণ্ডল, মোঃ মনুছয় আলী; মোঃ আঃ মান্নান, ক্বারী আবু সাইদ মোঃ বিল্লাল হোসেন সহ প্রত্যেক ওয়ার্ডের নেত্রীবৃন্দ
















